বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্যই সমান ভাবে কার্যকর
আমরা অনেকেই ঠিক ভাবে জানি না যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ HSC পরীক্ষার কোন বিষয়ে কত পেলে পাশ । যদিও বিষয়টি গুরুত্বপূর্ণ, শিক্ষা ক্ষেত্রে এর বেশ প্রয়োজন আছে । এখানে আমি বিষয়টি ব্যাখা করছি ।
যাদের পোষ্টটা পড়ার পর মন খারাপ হবে তাদের উদ্দেশ্যে বলি, ভাই/বোন আমার এতো ভেঙ্গে পড়ার কিছু নেই । তুমি বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা যা পরিকল্পনা বা বাস্তবায়ন করেন নিঃসন্দেহে তা মঙ্গলজনক । তুমি হয়তো জানো না কোনো ঘটে যাওয়া খারাপ অবস্থার পিছনেও অনেক ভালো একটা কারণ থাকে যা হয়ত সাময়িক ভাবে বুঝা যায়না, তবে একটা সময় আসলে সব বুঝতে পারা যায় ।
সকলের মঙ্গল কামনা করি । আল্লাহ সবাইকে হেদায়েত দিক, রহমত দান করুক । আমিন ।
যাদের পোষ্টটা পড়ার পর মন খারাপ হবে তাদের উদ্দেশ্যে বলি, ভাই/বোন আমার এতো ভেঙ্গে পড়ার কিছু নেই । তুমি বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা যা পরিকল্পনা বা বাস্তবায়ন করেন নিঃসন্দেহে তা মঙ্গলজনক । তুমি হয়তো জানো না কোনো ঘটে যাওয়া খারাপ অবস্থার পিছনেও অনেক ভালো একটা কারণ থাকে যা হয়ত সাময়িক ভাবে বুঝা যায়না, তবে একটা সময় আসলে সব বুঝতে পারা যায় ।
সকলের মঙ্গল কামনা করি । আল্লাহ সবাইকে হেদায়েত দিক, রহমত দান করুক । আমিন ।
মৌলিক বিষয় সমূহঃ (সকলের জন্য প্রযোজ্য)
বাংলা ১ম পত্রঃ সৃজনশীল অংশে ২৩ নাম্বার এবং বহুনির্বাচনী অংশে ১০ নাম্বার অর্থাৎ, মোট ৩৩ নম্বর পেতে হবে । (CQ এবং MCQ অংশে আলাদাভাবে পাশ করতে হবে)
বাংলা ২য় পত্রঃ ৩৩ নম্বর পেলেই পাশ ।
(দুই পত্র অর্থাৎ, বাংলা ১ম ও ২য় মিলে ৬৬ পেলেই পাশ নয়, পেতে হবে আলাদা ভাবে)
বিষয়টা আরেকটু সহজ করিঃ এক পত্রে যদি ১০ নাম্বার পাও এবং অন্য পত্রে ৫৬ নম্বর পাও অর্থাৎ মোটে দুই পত্র মিলে ৬৬ নাম্বার পাও তাহলেই ইংরেজিতে তুমি পাশ ।
(CQ এবং MCQ আলাদাভাবে পাশ করতে হবে)
বিজ্ঞান বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ম এবং ২য় পত্রে মিলে ৩৩ নম্বর পেলেই পাশ। এক পত্রে ২০ ও অন্যটিতে ১৩ পেলেও পাশ।বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ১৬ পেলেই পাশ এক পত্রে ০২ ও অন্য পত্রে ১৪ পেলেও পাশ।
মানবিক বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ম এবং ২য় পত্র মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ। এক পত্রে ১০ নম্বর ও অন্যটিতে ৩৬ নম্বর পেলেও পাশ।বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ২০ পেলেই পাশ এক পত্রে ০৫ এবং অন্য পত্রে এ ১৫ পেলেও পাশ।
ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ম এবং ২য় পত্র মিলে ৪৬ নাম্বার পেলেই পাশ। এক পত্রে ১০ নম্বর ও অন্যটিতে ৩৬ নম্বর পেলেও পাশ।বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ২০ পেলেই পাশ এক পত্রে ০৫ এবং অন্য পত্রে এ ১৫ পেলেও পাশ।
লিখেছি আমি মাসুদ, সর্বশেষ আপডেট করা হয়েছে ০৬ এপ্রিল, ২০১৯ ইং তারিখে ।
117 comments
Ami Hsc 22 candidate.
Amar higher math 2nd paper mcq khub kharap hoise . Jani na koto asbe .
Mone hoy oita te pass asbe na. .but 1st paper e 13 hobe. Amar ki pass hobe naki fail
উল্লেখ্য:এবার hsc-21 এর প্রতি পত্রে ১২ টা mcq ও ২ টা সৃজনশীল উত্তর করতে বলা হয়েছে।
7 no option e likha mcq/practical alada pash eTar mane kintu bujhay na mcq/cq alada pas
Ar apni bollen board nirrdesonay bolse mcq/cq alada pass protita subject e kintu emon kichu nirdesonay bole ni valo kore dekhe asun ekbar
।।
vabe???