প্রায় বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই গণিত একটি ভয়ংকর শব্দ । গণিত শব্দটি মাথায় আসলেই সমীকরন, বিভিন্ন সূত্র ইত্যাদির কথা চলে আসে । আসলে কোন বিষয়ের ভয়টা যদি কখনো না ভাঙ্গানোর চেষ্টা কর তবে সেটা আজীবন ভয় হয়েই থাকবে , জয় আর করতে পারবে না। গণিত বিষয়টা অন্যান্য বিষয় থেকে একটু ভিন্ন কারন এখানে মুখস্ত করার কিছু নেই , সব কিছু বুঝে আয়ত্ব করতে হয় । মুখস্ত গণিত বেশি দিন মনে রাখা যায় না । সামনে এইচএসসি পরীক্ষা তাই সবাই বেশ চিন্তিত আর তাছাড়া উচ্চতর গণিত নিয়ে চিন্তাটা আর একটু বেশি । কারণ অন্যান্য বিষয় ধামাচাপা দিয়ে শেষ করে ফেলা যায় কিন্তু গণিতের বেলায় তা খাটে না । তাই আজকে আমরা উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব ।
HSC Higher Math 1st Paper Exam Suggestion 2018
কিছু পরামর্শ : বিষয়বস্তু অজানা থাকলে যে কোন একটি অধ্যায় টার্গেট নিয়ে পড়া শুরু করবে । একদিনে একাধিক অধ্যায় পড়ার চেষ্টা করা উচিত না কারণ এতে করে তোমার চিন্তাগুলো দুই বা ততোধিক ভাগে ভাগ হয়ে যেতে পারে । তাই প্রতিদিন নির্দিষ্ট টার্গেট নিয়ে পড়বে ।
কোন কিছু না বুঝলে সেটাতে আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করবে । পারি না বলে অন্য অধ্যায়ে স্থানান্তর হওয়া ভুলেও যাবে না । যতক্ষন না তুমি বিষয়টা বুঝতে পারছ ততক্ষন সময় দাও । দেখবে একটা সময় ঠিক তুমি বুঝতে পারবে এবং এটাই সবচেয়ে বেশি মনে থাকবে ।
ছোটখাট বিষয়গুলো ক্যালকুলেটর ছাড়া সমাধানের চেষ্টা করবে । এতে করে তোমার দক্ষতা বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভাল করতে পারবে । কোন অধ্যায় শেষ করার পর সেই বিষয় এর অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা করবে । এতে করে বিষয়টি তোমার আরও ভালো ভাবে আয়ত্ত হবে ।
‘Practice Makes A Man Perfect’ - এই কথাটি সবসময় মনে রাখবে, কারন তুমি যতই ভাল গণিত পার না কেন চর্চার অভাবে সব ভুলে যাবে । তাই সবসময় চেষ্টা করবে প্রতিদিন চর্চা করতে । আর সবসময় চাইবে শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলতে কারন এতে করে তুমি ভালভাবে বুঝতে পারবে না । তুমি যদি বিস্তারিত পারো তবেই শর্টকাট পারবে । শর্টকাট কখনোই ভাল কিছু প্রদান করে না একটা সময় অনেক ভুগতে হয় ।
বই ডাউনলোড
এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র বইটি ডাউনলোড করে নিন ।
ডাউনলোড
এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র সাজেশন
SUGGESTION
সাজেশনটি S.U Ahmed এর বই ভিত্তিক করা হয়েছে । যদি বইটি তোমার কাছে না থাকে তাহলে আমাদের সাইট থেকে ডাউনলোড করে নিতে পারো । ডাউনলোড করতে আমাদের সাইটে Higher Math 1st Paper Book By S.U Ahmed লিখে সার্চ করো ।
Chapter 1.1 12,13,17,19,25,27
Chapter 1.2 2,5,7(a),9,12,14,15,17,19,20,21,22,26,30,33,34,35(v)
Chapter 2.1 4(i), 5(i), 6(i), 8(ii),9(ii), 10(iii) উদাহরণ : b,c,d
Chapter 2.2 1(c), 3(i), 6(i), 8(ii),9(ii), 10(i), 12
Chapter 3.1 10(i), 11(i), 12(i)
Chapter 3.2 4(i), 5(ii), 7(iii), 8(ii,iii), 9(v)
Chapter 3.3 7, 8(i,iii), 14
Chapter 3.4 2(ii), 3
Chapter 3.5 3(i), 4, 8, 11(i),13(v),15,16,18,19(i),23(i),24 উদাহরণ : 3
Chapter 3.6 4(iii), 5(iv,vii), 6(iii), 7(i), 7(iv), 9(iii), 14(i), 15(i), 17(iii),18(i),20(iv)
Chapter 3.7 4(iii), 5(ii), 8(iii), 8(viii),10(i), 11(i), 14(iv), 16(ii) উদাহরণ : 2
Chapter 4.1 3(i), 4(iii), 5(ii), 6(i), 7(i), 9(i), 10(I,iv), 11(iii), 12(i), 13(i), 16(iv), 20(i) উদাহরণ : 8
Chapter 4.2 4(i), 7, 9(ii), 10(ii), 12(i), 13, 14(ii), 14(v), 16, 20(I,ii), 25
Chapter 5.1 5(i), 6(iii), 7(ii), 11(I,ii), 17(I,iii), 20,22,23,26,27(i)
Chapter 5.2 5(iii,iv), 8(i), 12(I,ii), 18(i), 20,23 উদাহরণ : 5.8
Chapter 6.1 4,5,6, উদাহরণ : 2
Chapter 6.2 8, 11,12,13,14,16,17 উদাহরণ : 5
Chapter 6.3 1(ক),(ঘ)
Chapter 7.1 6,9
Chapter 7.2 19,23(i), 24(ii),25,30 উদাহরণ : 7.2.1 & 7.2.2
Chapter 7.3 7(iii,iv)13,14,16
Chapter 7.4 13,15,16,21,23,24
Chapter 7.5 7(ii),10,11
Chapter 7.6 6,9,10,12,14(i), 17
Chapter 7.7 4,5,6,23,25,27 উদাহরণ :4
Chapter 8.1 3,4,7,11,13,17,22,31,36(iv),41
Chapter 9.1 6,12,13,22,24,25(a), 28,33,36,39,40,45,47
Chapter 9.3 14,27,30,41
Chapter 9.4 6,17,19,23,28(i),29(i),40,41,43,44,46,47,50(ii),52
Chapter 9.5 3,4(a), 13
Chapter 9.6 12,13,15,17,20,22,25,27,28,31,35,37
Chapter 9.7 4,7,9,10,11,13,14,15,17,20
Chapter 9.8 13,16
Chapter 9.9 4,5,12,13,14
Chapter 10.1 2(iv), 5(ii)
Chapter 10.2 4(v.,vi,x),5(iv),6(ii)
Chapter 10.3 2(vii) , 3 (v,vi,vii), 4(vii),5(iii,iv), 7(iv),8(i), 10(iv), 17(i)
Chapter 10.4 4(i,ii,iii), 6(iv)
Chapter 10.5 2(v),3(ii,iii),5(i,ii),6(i,viii)
Chapter 10.6 2(I,iv,vii)4(ii),6(vii),7(i,iv), 8(i,iii),9(iii),10(iii),11(i,iii),12(ii),17(i),16(i),15(i),18(ii)
Chapter 10.7 4,5(i),6(i),16(ii),20 উদাহরণ : 3
Written By Masud, Suggestion By: S.U. Ahmed
বি:দ্র: সাজেশন হয়ত তোমাকে সাময়িক উপকার করবে কিন্তু পরবর্তীতে অনেক ভুগাবে । কারণ সফলতার পথ সংক্ষিপ্ত নয় ।
4 comments