SkyIsTheLimit
Bookmark

PEC/PSC Result 2019

PEC/PSC (Primary Education/Ebadetiya Certificate) Result 2019
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৯
(Image Source: Masud's Timeline)

প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইনে এবং অফলাইনে এস.এম.এস এর মাধ্যমে । অনলাইনে অনেক সময় মেইন সার্ভার এর ওপর অনেক চাপ হওয়ায় অনেক সময় সাইট ডাউন হয়ে যায় যার ফলে ফলাফল পেতে অনেক বিলম্বও হয়ে থাকে ।

এই পোষ্টের মাধ্যমে আজ জানাবো কিভাবে প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সবার আগে ঝামেলা বিহীন ভাবে দেখতে পারবেন ।

*ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়ঃ এখনো জানানো হয়নি  ।

গড় পাশের হারঃ -- %               মোট পরীক্ষার্থীঃ -- জন
মোট পাশ করেছেঃ -- জন               মোট ফেল করেছেঃ -- জন

০১. অনলাইনের মাধ্যমেঃ

অনলাইনের মাধ্যমে ফলাফল দেখার জন্য মেইন রেজাল্ট সার্ভার এর পাশাপাশি বেশ কয়েকটি Alternate Server ও দেওয়া হলো! এতে করে যদি মেইন সার্ভার ডাউন হয়েও থাকে তবুও আপনারা Alternate Server থেকে সহজেই ফলাফল বের করতে পারবেন । 

ফলাফল বের করতে ইচ্ছে মতো সার্ভারে ঢুকে Roll Number, Year, Result Type বা Student ID ইত্যাদি ঠিক ভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন । এর পর আপনাকে ফলাফলের পৃষ্ঠাতে নিয়ে যাওয়া হবে । কোনো সার্ভারে ঢোকা না গেলে অন্য সার্ভারে চেষ্টা করুন ।
Main Server - 2 (With Marksheet)

Alternate Server - 1 (With Marksheet)
Alternate Server - 2 (With Marksheet)
Alternate Server - 3 (With Marksheet)
Alternate Server - 4 (With Marksheet)


০২. এস.এম.এস এর মধ্যমেঃ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুনঃ-

DPE <space> আপনার থানা বা উপজেলার কোড নাম্বার <space> রোল নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।

Example: DPE 12345 123456 and Send  To 16222

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশন  এ গিয়ে টাইপ করুনঃ-

EBT <space> আপনার থানা বা উপজেলার কোড নাম্বার <space> রোল নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।

Example: EBT 12345 123456 and Send  To 16222
আপনার থানা বা উপজেলার কোড আপনার কাছে না থাকলে নিচের লিংকে ক্লিক করে খুঁজে নিতে পারেনঃ


সাজিয়েছি আমি মাসুদ, কোন সমস্যা বা পরামর্শ কিংবা মতামতের জন্য কমেন্ট অপশনটি ব্যবহার করুন, আমি আপনাদের সকলের কমেন্ট পড়ে থাকি । ধন্যবাদ !

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment