ইংরেজি ১ম পত্রের মানবন্টনটি বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্যই সমান ভাবে কার্যকর ।
ইংরেজি প্রথম পত্র
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০
ইংরেজি প্রথম পত্র
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০
মোট সময়ঃ ০৩ ঘন্টা । ইংরেজি ১ম পত্র দুটি বিভাগ এ বিভক্ত । একটি Reading এবং অপরটি Writing.
Reading Division
এ অংশ থেকে ৬০ মার্কস বরাদ্দ রাখা হয়েছে
- ০৫ টি MCQ থাকবে (প্রতিটি প্রশ্নের মান ১, মোটঃ ০৫)
- ০৫ টি বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে । ( প্রতিটি প্রশ্নের মান ২, মোটঃ ১০)
- Information Transfer/Flow Chart থাকবে ( প্রতিটি ভ্যালুর মান ২, মোটঃ ১০)
- Summarize Writing থাকবে (১ টি, মোটঃ ১০)
Cloze Test (Gap Filling): বই হতে কোনো প্যাসেজের অংশ থাকবে না । প্রশ্নকারী নিজের ইচ্ছে মত দিবেন ।
- ১০ টি WithOut Clue (প্রতিটি প্রশ্নের মান ১, মোটঃ ১০)
- ১০ টি With Clue (প্রতিটি প্রশ্নের মান ০.৫, মোটঃ ৫)
ReArrange: ১০ টি এলো মেলো বাক্যকে রিএরেঞ্জের মাধ্যমে সঠিক অর্ডার এ আনতে হবে । শুরু থেকে একটানা সঠিক ভাবে রিএরেঞ্জের জন্য ১ মার্কস করে প্রযোজ্য । এভাবে মোট ১০ টি বাক্য সঠিক ভাবে রিএরেঞ্জ করার জন্য ১০ মার্কস দেওয়া হবে ।
Writing Division
এ অংশ থেকে ৪০ মার্কস বরাদ্দ রাখা হয়েছে
- Paragraph Writing: (০৫ টি প্রশ্ন সম্বলিত ২০০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে বলা হবে । মোট মার্কসঃ ১০)
- Story Writing: (Title বিহীন একটি গল্পের শুরুর দিকের কিছু বাক্য দেওয়া থাকবে, তা থেকে গল্পটি সম্পন্ন করতে হবে । মোট মার্কসঃ ০৭)
- Writing Informal Letters/Email: (অজ্ঞাত পরিচয়ে একটি ব্যাক্তিগত চিঠি বা ইমেইল লিখতে বলা হবে । মোট মার্কসঃ ০৫)
- Analyzing Map/Graph/Chart: (সর্বনিম্ন ৮০ টি শব্দ ব্যবহার করে একটি Map/Graph/Chart থেকে তথ্য বর্ণনা করতে হবে । মোট মার্কসঃ ১০)
- Appreciating Short Stories/Poems: (সহজ ভাষায় সারমর্ম বা সারাংশ, অর্থাৎ একটি গল্পাংশ বা কবিতা অংশ উল্লেখ থাকবে তা থেকে কি বুঝানো হচ্ছে সেটি অত্যান্ত ছোটো ভাবে ৫০ টি শব্দের মধ্যে লিখতে হবে । মোট মার্কসঃ ০৮)
বোর্ড প্রদত্ত মানবন্টনটি ব্যাখা করা হলো । বোর্ড এর মানবন্টনটিঃ
লিখেছি আমি মাসুদ, আপডেট করা হয়েছে ২০১৯ সালের ০২ অক্টোবার!
Post a Comment