JSC/JDC/Technical/Equivalent Result 2020
জে.এস.সি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)/ জে.ডি.সি (জুনিয়র দাখিল সার্টিফিকেট)/কারিগারী/সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইনে এবং অফলাইনে এস.এম.এস এর মাধ্যমে । অনলাইনে অনেক সময় মেইন সার্ভার এর ওপর অনেক চাপ হওয়ায় অনেক সময় সাইট ডাউন হয়ে যায় যার ফলে ফলাফল পেতে অনেক বিলম্বও হয়ে থাকে ।এই পোষ্টের মাধ্যমে আজ জানাবো কিভাবে জে.এস.সি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)/ জে.ডি.সি (জুনিয়র দাখিল সার্টিফিকেট)/কারিগারী/সমমান পরীক্ষার ফলাফল সবার আগে ঝামেলা বিহীন ভাবে দেখতে পারবেন ।
*ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়ঃ এখনো জানানো হয়নি ।
গড় পাশের হারঃ -- % মোট পরীক্ষার্থীঃ -- জন
মোট পাশ করেছেঃ -- জন মোট ফেল করেছেঃ -- জন
০১. অনলাইনের মাধ্যমেঃ
অনলাইনের মাধ্যমে ফলাফল দেখার জন্য মেইন রেজাল্ট সার্ভার এর পাশাপাশি বেশ কয়েকটি Alternate Server ও দেওয়া হলো! এতে করে যদি মেইন সার্ভার ডাউন হয়েও থাকে তবুও আপনারা Alternate Server থেকে সহজেই ফলাফল বের করতে পারবেন ।ফলাফল বের করতে ইচ্ছে মতো সার্ভারে ঢুকে Roll Number, Year, Result Type বা Student ID ইত্যাদি ঠিক ভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন । এর পর আপনাকে ফলাফলের পৃষ্ঠাতে নিয়ে যাওয়া হবে । কোনো সার্ভারে ঢোকা না গেলে অন্য সার্ভারে চেষ্টা করুন ।
Main Server - 2 (With Marksheet)
Alternate Server - 1 (With Marksheet)
Alternate Server - 2 (With Marksheet)
Alternate Server - 3 (With Marksheet)
Alternate Server - 4 (With Marksheet)
০২. এস.এম.এস এর মধ্যমেঃ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুনঃ-
JSC <space> আপনার বিভাগের শর্ট কোড <space> রোল নাম্বার <space> সাল তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।
Example: JSC RAJ 123456 2019 and Send To 16222
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে.ডি.সি ) পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুনঃ-
JDC <space> আপনার বিভাগের শর্ট কোড (MAD) <space> রোল নাম্বার <space> সাল তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।
Example: JDC MAD 123456 2019 and Send To 16222
কারিগারী পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুনঃ-
JSC <space> আপনার বিভাগের শর্ট কোড (TEC) <space> রোল নাম্বার <space> সাল তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।
Example: JSC TEC 123456 2019 and Send To 16222
বিভাগের শর্ট কোডগুলো জেনে রাখা জরুরীঃ
- MAD = Madrassah Board
- TEC = Technical Board
- DHA = Dhaka Board
- COM = Comilla Board
- RAJ = Rajshahi Board
- JES = Jessore Board
- CHI = Chittagong Board
- BAR = Barisal Board
- SYL = Sylhet Board
- DIN = Dinajpur Board
Post a Comment