SkyIsTheLimit
Bookmark

JSC Result 2020

JSC/JDC/Technical/Equivalent Result 2020
জে.এস.সি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)/ জে.ডি.সি (জুনিয়র দাখিল সার্টিফিকেট)/কারিগারী/সমমান পরীক্ষার ফলাফল ২০২০
(Image Source: Masud's Timeline)

জে.এস.সি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)/ জে.ডি.সি (জুনিয়র দাখিল সার্টিফিকেট)/কারিগারী/সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইনে এবং অফলাইনে এস.এম.এস এর মাধ্যমে । অনলাইনে অনেক সময় মেইন সার্ভার এর ওপর অনেক চাপ হওয়ায় অনেক সময় সাইট ডাউন হয়ে যায় যার ফলে ফলাফল পেতে অনেক বিলম্বও হয়ে থাকে ।

এই পোষ্টের মাধ্যমে আজ জানাবো কিভাবে জে.এস.সি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)/ জে.ডি.সি (জুনিয়র দাখিল সার্টিফিকেট)/কারিগারী/সমমান পরীক্ষার ফলাফল সবার আগে ঝামেলা বিহীন ভাবে দেখতে পারবেন ।

*ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়ঃ এখনো জানানো হয়নি  ।

গড় পাশের হারঃ -- %               মোট পরীক্ষার্থীঃ -- জন
মোট পাশ করেছেঃ -- জন               মোট ফেল করেছেঃ -- জন

০১. অনলাইনের মাধ্যমেঃ

অনলাইনের মাধ্যমে ফলাফল দেখার জন্য মেইন রেজাল্ট সার্ভার এর পাশাপাশি বেশ কয়েকটি Alternate Server ও দেওয়া হলো! এতে করে যদি মেইন সার্ভার ডাউন হয়েও থাকে তবুও আপনারা Alternate Server থেকে সহজেই ফলাফল বের করতে পারবেন । 

ফলাফল বের করতে ইচ্ছে মতো সার্ভারে ঢুকে Roll Number, Year, Result Type বা Student ID ইত্যাদি ঠিক ভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন । এর পর আপনাকে ফলাফলের পৃষ্ঠাতে নিয়ে যাওয়া হবে । কোনো সার্ভারে ঢোকা না গেলে অন্য সার্ভারে চেষ্টা করুন ।
Main Server - 2 (With Marksheet)

Alternate Server - 1 (With Marksheet)
Alternate Server - 2 (With Marksheet)
Alternate Server - 3 (With Marksheet)
Alternate Server - 4 (With Marksheet)


০২. এস.এম.এস এর মধ্যমেঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুনঃ-

JSC <space> আপনার বিভাগের শর্ট কোড <space> রোল নাম্বার <space> সাল তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।

Example: JSC RAJ 123456 2019 and Send  To 16222

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে.ডি.সি ) পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশন  এ গিয়ে টাইপ করুনঃ-

JDC <space> আপনার বিভাগের শর্ট কোড (MAD) <space> রোল নাম্বার <space> সাল তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।

Example: JDC MAD 123456 2019 and Send  To 16222

কারিগারী পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশন  এ গিয়ে টাইপ করুনঃ-

JSC <space> আপনার বিভাগের শর্ট কোড (TEC) <space> রোল নাম্বার <space> সাল তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ । ফিরতি এস.এম.এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে যাবেন। এস.এম.এস চার্জ ২ টাকা ৫০ পয়সার মতো ।

Example: JSC TEC 123456 2019 and Send  To 16222


বিভাগের শর্ট কোডগুলো জেনে রাখা জরুরীঃ

  • MAD = Madrassah Board
  • TEC = Technical Board
  • DHA = Dhaka Board
  • COM = Comilla Board
  • RAJ = Rajshahi Board
  • JES = Jessore Board
  • CHI = Chittagong Board
  • BAR = Barisal Board
  • SYL = Sylhet Board
  • DIN = Dinajpur Board
সাজিয়েছি আমি মাসুদ, কোন সমস্যা বা পরামর্শ কিংবা মতামতের জন্য কমেন্ট অপশনটি ব্যবহার করুন, আমি আপনাদের সকলের কমেন্ট পড়ে থাকি । ধন্যবাদ !

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment