এবারের গড় পাশের হারঃ -- %
মোট পরীক্ষার্থীঃ -- জন
মোট পাশ করেছেঃ -- জন
মোট ফেল করেছেঃ -- জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পাওয়া যাবে অনলাইনে এবং অফলাইনে এস.এম.এস এর মাধ্যমে । জেনে রাখা ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় লেখাপড়া করে ২৮ লাখেরও বেশি ছাত্রছাত্রী যার ফলে ফলাফল প্রকাশের দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অত্যান্ত চাপ পড়ে, এবং কিছু সময় পড়েই সাইটটি ডাউন হয়ে যায়, ফলে ফলাফল প্রকাশে বিঘ্নতা ঘটে ।
আজ আমি দেখাবো কিভাবে সবার আগে ভেজালমুক্ত ভাবে ফলাফল দেখতে পারবেন ।
অনলাইনে দেখার জন্য
ফলাফল প্রকাশের এই লিংক গুলোতে যেয়ে ফাঁকা ঘরে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সাবমিট করুন, পরবর্তী পেজে নতুন একটি Window তে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন । এখানে, আপনাদের সুবিধার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Alternative ওয়েবসাইট এর লিংক ও দেওয়া হলোঃএস.এম.এস এর মাধ্যমে
এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে যেয়ে লিখুনঃ NU স্পেস H2 স্পেস আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে। এস.এম.এস চার্জ ২.৫০ পয়সার মতো ।Example: NU H2 123456 SEND 16222
তারপরও যদি কারো সমস্যা হয় এখানে কমেন্ট করুন, ফলাফল জানিয়ে দেওয়া হবে ! ধন্যবাদ সবাইকে, আশা করি সবার পরীক্ষা ভালো হবে ।
Post a Comment