SkyIsTheLimit
Bookmark

বিদ্যুৎ বিভ্রাট অনুচ্ছেদ রচনা


অল্প অথবা দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহের বিরতিকে বিদ্যুৎ বিভ্রাট বলে। বর্তমানে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের অনেক কারণ রয়েছে। বিদ্যুতের অপর্যাপ্ত উৎপাদন এর প্রধান কারণ। বিদ্যুতের অপব্যবহার এবং অবৈধ সংযােগ এটির অন্যান্য কারণ। বেশির ভাগই এটি রাতে ঘটে কারণ বিদ্যুতের চাহিদা দিনের তুলনায় রাতেই বেশি থাকে। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষতিকর প্রভাবগুলাে বর্ণনাতীত। এটি একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমস্যার সৃষ্টি করে। কলকারখানা, দোকানপাট, হাসপাতাল প্রভৃতি বিদ্যুৎ বিভ্রাটের কারণে অচল হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের ভােগান্তির সীমা থাকে না। বিদ্যুৎ বিভ্রাটের সময় তারা তাদের বই-পুস্তক বন্ধ করে অন্ধকারে বসে থাকে। তারা অত্যন্ত কষ্ট ভোগ করে যদি এটা তাদের পরীক্ষার সময় ঘটে। রোগীরা ভয়ংকররূপে কষ্ট ভােগ। করে কারণ বিদ্যুৎ বিভ্রাটের জন্য হাসপাতালের অপারেশন থেমে যায়। রাতের বিদ্যুৎ বিভ্রাট চোরদের উৎসাহিত করে। যা-হোক, যে কোন মূল্যে এই সমস্যার সমাধান করতে হবে। এটি বন্ধে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরাে বিদ্যৎ কেন্দ্র স্থাপন করতে হবে। অবৈধ সংযােগ এবং সিস্টেম লস অবশ্যই বন্ধ করতে হবে। মোটের উপর, বিদ্যুতের অপব্যবহার রোধে আমাদের সচেতন হওয়ার কোন বিকল্প নেই।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    13 July, 2022
    It is very helpful
    Reply