যানযট অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
যানযট হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি যাতে অসংখ্য যানবাহন জটে/জ্যামে আটকে যায়। এটি শহর জীবনের বড় সমস্যাগুলাের মধ্যে অন্যতম। এটি বড় বড় শহর ও নগরে ঘটে থাকে। যানযটের অনেকগুলাে কারণ রয়েছে। অধিক সংখ্যক যানবাহনের তুলনায় রাস্তার সংকীর্ণতা যানজটের প্রধান কারণ। আমাদের যানবাহন বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের রাস্তা বাড়েনি। অনুমােদনহীন যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে চালকদের জ্ঞান সীমিত। ট্রাফিক পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। এখানে-সেখানে পার্কিং এবং আগে যাওয়ার প্রবণতাও যানযট সৃষ্টির কারণ। এটি আমাদের জন্য চরম ভােগান্তি বয়ে আনে। এটি আমাদের মূল্যবান সময় নষ্ট করে। আমরা যথাসময়ে স্কুল, কলেজ, অফিস এবং হাসপাতালে পৌঁছাতে পারি না। মাঝে মাঝে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনী যানযটের কারণে দ্রুত যেতে পারে না। যা হােক, এ সমস্যার সমাধান করতে হবে। রাস্তার সংখ্যা বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিযুক্ত করতে হবে। কঠোর হাতে ট্রাফিক নিয়ম-কানুন আরোপ করতে হবে। অনুমোদনহীন যানবাহন দূর করতে হবে। ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে চালকদের সচেতন করতে হবে।
4 comments