চায়ের দোকান অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
চায়ের দোকান হচেই এমন একটি জায়গা যেখানে চা বিক্রি করা হয়। এটি সাধারণত একটি ক্ষুদ্র দোকান। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, স্টিমার ঘাট, কারখানা অথবা ফ্যাক্টরির নিকটে এটি দেখা যায়। চা সহ সেখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়। বিস্কুট, কেক, মুড়ি, কলা, সিগারেটও সেখানে বিক্রি করা হয়। চায়ের দোকান সাধারণত ভীড় এবং কোলাহলপূর্ণ। স্থান। এটি সকালে খোলা হয় এবং গভীর রাতে বন্ধ করা হয় । চায়ের দোকানে চেয়ার, টেবিল, শাে-কেশ প্রভৃতি থাকে। একটি চায়ের দোকানে দুই অথবা তিনজন বালক থাকে যারা খরিদ্দারদের সেবা দেয়। তারা তাদের খরিদ্দারদের সাথে ভাল ব্যবহার করে। বিভিন্ন বয়স ও শ্রেণির খরিদ্দাররা এখানে আসে। তারা চা পান করে এবং একে অপরের সাথে কথা বলে। তারা দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি এবং বর্তমান বিষয় সম্পর্কে আলােচনা করে। চায়ের দোকান সত্যিই সাধারণ মানুষের একটি মিলন কেন্দ্র।
5 comments