আদর্শ ছাত্র অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
একজন ছাত্র যে নিয়মিত তার পাঠ শেখে এবং পরীক্ষায় ভাল ফলাফল করে এবং কখনাে সময়ের অপচয় করে না তাকে একজন আদর্শ ছাত্র বলা হয়। সে খুবই ভদ্র, দয়ালু এবং বিনয়ী। সে সর্বদা সত্য কথা বলে। সে কাউকে ঘৃণা করে না। একজন আদর্শ ছাত্র অনেক কর্তব্য পালন করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে এবং সে সুস্থ স্বাস্থ্যের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম করে। সে মাঝে মাঝে কিছু সামাজিক কাজও করে। বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার জন্য এগিয়ে আসে। সে নিরক্ষরতা, কুসংস্কার, খারাপ সংস্কৃতি, অজ্ঞতা প্রভৃতির বিপক্ষে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে। সে সহপাঠ্যক্রম যেমন: বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ প্রভৃতিতেও অংশগ্রহণ করে। সুস্বাস্থ্য সংরক্ষণের জন্য সে খেলাধুলায় অংশগ্রহণ করে। সে তার মাতাপিতা ও শিক্ষকদের প্রতি অনুগত। যা-হােক, প্রত্যেক ছাত্রের একজন আদর্শ ছাত্র হওয়ার চেষ্টা করা উচিত। কারণ, এটি জীবনে সফলতার চাবিকাঠি।
5 comments