SkyIsTheLimit
Bookmark

প্রিয় খাবার অনুচ্ছেদ রচনা

অনেক রকম বাংলাদেশি খাবার রয়েছে। কিন্তু, সবগুলাে আমার কাছে প্রিয় নয়। যেহেতু আমি একজন বাংলাদেশি, সেহেতু ভাত এবং মাছ আমার প্রিয় খাবার। আমি ডাল এবং শাকসবজিও পছন্দ করি। গৃহে তৈরি মৌসুমী খাবার যেমন ভাপা পিঠা আমার প্রিয় খাবার। তাছাড়া পিঠা যেমন পাটিসাপটা, ভাপা, চিতই আমার সবচেয়ে প্রিয়। মৌসুমী ফলগুলাের মধ্যে আমি পছন্দ করি আনারস, আম, কাঁঠাল, কালাে জাম প্রভৃতি। এসব ফল খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আমাদের নদীগুলো মাছে পরিপূর্ণ। আমাদের নদীতে রয়েছে জগৎ বিখ্যাত মাছ ইলিশ। আমি এটি সবচেয়ে বেশি পছন্দ করি। পৌষ এবং মাঘ মাসের খেজুরের রস থেকে তৈরি পায়েশও আমি পছন্দ করি। খেজুরের রস থেকে তৈরি বিভিন্ন ধরনের পিঠাও আমি পছন্দ করি। খুব সকালে আমি এটি খেতে পছন্দ করি। যা-হােক, বেশির ভাগ বাংলাদেশি খাবার খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। প্রকৃতপক্ষে, আমাদের দেশের যে খাদ্যগুলাে আমরা গ্রহণ করি তা পৃথিবীর অন্যত্র দেখা যায় না বললেই চলে। এসব বাংলাদেশি খাদ্য পেয়ে আমি সত্যিই গর্বিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment