গ্রাম্যমেলা পরিদর্শন অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
বাংলা নতুন বছর উপলক্ষে কিছু দিন পূর্বে আমি একটি গ্রাম্যমেলা পরিদর্শনের সুযােগ পেয়েছিলাম। আমি আমার কয়েক জন বন্ধুর সাথে সেখানে গিয়েছিলাম। বিকাল ৪টায় আমি
মেলায় পৌছেছিলাম। মেলাটি আমাদের গ্রামে অবস্থিত একটি বট গাছের নিচে অনুষ্ঠিত
হয়েছিল। সমগ্র জায়গায় পরিপূর্ণ রূপে সজ্জিত করা হয়েছে। অনেক লোক সেখানে
একত্রিত হয়েছে। আমি সেখানে অনেক আকর্ষণীয় জিনিস দেখেছিলাম। আমি পুতুল
প্রদর্শনী এবং মিউজিক প্রদর্শনী উপভোগ করেছিলাম। সেখানে অনেক দোকান ছিল। তারা
বিভিন্ন জিনিস বিক্রি করেছিল। আমি মিঠাই, বেলুন, মাটির পাত্র, কাঠের খেলনা প্রভৃতি ক্রয়
করেছিলাম। আমি আমার ছােট বােনের জন্য একটি কাদামাটির পুতুলও কিনেছিলাম। দিনটি
আমি খুব ভালভাবে উপভােগ করেছিলাম। মেলা থেকে আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছিলাম। এটি সত্যিই আমার জীবনের একটি স্মরণীয় দিন ছিল। আমি রাত ৯টায় বাড়ি
ফিরে এসেছিলাম।
Post a Comment