SkyIsTheLimit
Bookmark

কিভাবে একটি ব্যাংক একাউন্ট খোলা যায় অনুচ্ছেদ রচনা

একটি ব্যাংক হিসাব খুলতে প্রথমে তোমাকে একটি ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকের ব্যবস্থাপক কে তোমার প্রত্যাশা ব্যক্ত করতে হবে। অনেক ধরনের হিসাব আছে, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, নির্দিষ্ট আমানত হিসাব প্রভৃতি। সুতরাং, কি ধরনের হিসাব খুলতে চাও সে সম্পর্কে ব্যবস্থাপক তােমাকে জিজ্ঞেস করবে। তারপর তিনি তােমাকে পূরণ করার জন্য একটি ফরম দিবেন। তারপর, তোমার এক জন পরিচয়দানকারী প্রয়োজন যার ঐ ব্যাংকে হিসাব আছে। পরিচয়দানকারী ফরমে তার স্বাক্ষর এবং হিসাব নম্বর দিবেন। তোমাকে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। এর পরে, স্বাক্ষর কার্ডে তোমার নমুনা স্বাক্ষর দিতে হলে। সর্বশেষে, তোমাকে হিসাব নম্বরের অনুকূলে নূন্যতম অথবা তার অধিক পরিমাণ অর্থ জমা করতে হবে। এভাবে তুমি একটি ব্যাংক হিসাব খুলতে পার।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment