ভিখারী অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
একজন পথের ভিখারী হলাে এমন ব্যক্তি যে অন্যের দানের ওপর নির্ভর করে। সে আমাদের দেশে একজন পরিচিত ব্যক্তি। তাকে সাধারণত রাস্তার পাশে দাড়িয়ে ভিক্ষা করতে দেখা যায়। তাকে প্রায়ই রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ফুটপাত এবং মার্কেটে দেখা যায়। সে শুক্রবার দিন মসজিদের সামনে দাড়ায়। তার পােশাক খুব নােংরা এবং ছেড়া থাকে। ময়লা এবং ছেড়া কাপড়ে একজন পথের ভিখারীকে বিস্ময়কর দেখায়। তাকে খুব দুর্বল এবং ক্ষুধার্ত মনে হয়। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সে মাঝে মাঝে পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করে। ভিক্ষা পেতে মাঝে মাঝে মানুষের কাছে সে তার সমস্যাগুলাে তুলে ধরে। যখন একজন পাতা একটি পয়সা দান করে, তখন সে সৃষ্টিকর্তার নিকট দাতার জন্য প্রার্থনা করে । একজন পাপের ভিক্ষুক খুৰ শোচনীয় জীবন যাপন করে। সে একদিনে খুব সামান্যই উপার্জন করে । সে দিন এনে দিন খায় । আমাদের উচিত তার পুনর্বাসন করা।
1 comment