SkyIsTheLimit
Bookmark

একুশে ফেব্রুয়ারী অনুচ্ছেদ রচনা

একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। এটি একটি স্মরণীয় দিন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কিছু বীর সন্তান তাদের জীবন উৎসর্গ করেছিলেন। ফলস্বরূপ, আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অর্জন করি। বর্তমানে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এর টনবহুল ঐতিহাসিক পটভূমি রয়েছে। পাকিস্তান সরকার বাংলার পরিবর্তে উর্দুকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা এর প্রতিবাদ করেছিল । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারা একটি মিছিল বের করেছিল। কিন্তু পুলিশ মিছিলের ওপর গুলি বর্ষণ করে এবং কিছু ছাত্র ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে । ফলস্বরূপ, বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। এই দিনে মানুষ শহীদ মিনারে যাওয়ার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠে। তারা শহীদ মিনারে জড়াে হয়। তারা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। এভাবে মানুষ প্রতিবছর দিনটি সম্মানের সাথে পালন করে। আমি এই দিনটির জন্য গর্বিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    28 October, 2022
    Nice










    Good
    Reply
  • Unknown
    Unknown
    29 May, 2020
    Thanks for you
    • Unknown
      Masud Rana
      27 July, 2020
      Welcome to you!
    Reply