সততা অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
সততা একটি মহৎ গুণ। একজন সৎ লােক সর্বদা সত্য কথা বলে কারণ সে জানে যে
সততাই সর্বোকৃষ্ট পন্থা। সততা একটি মানুষের জন্য পুরস্কার এবং প্রশংসা বয়ে আনে।
সততার অনেক গুরুত্ব রয়েছে। এটি সাফল্যের চাবিকাঠি। প্রত্যেকে সৎ লোককে ভালবাসে।
অন্যদিকে, একজন অসৎ লােক সবার দ্বারা ঘৃণিত হয়। কেউ তাকে বিশ্বাস করে না। ফলে,
সে সমাজে শান্তিপূর্ণ জীবন পরিচালনা করতে পারে না। মানুষ সর্বদা তাকে এড়িয়ে চলে।
সে সর্বদা মিথ্যা কথা বলে। ফলে, কেউ তার সহায়তায় এগিয়ে আসে না যদি সে বিপদের
সময় সাহায্য চায়। তার কোন সামাজিক মর্যাদা নেই এবং মানুষ তাকে বিশ্বাস করে না।
একজন অসৎ লােক খুব শােচনীয় জীবন পরিচালনা করে। সে কখনাে দরিদ্রতা ত্যাগ করতে
পারে না। এমনকি যদি যে কয়েক দিনও অনাহারে থাকে, তবে মানুষ তাকে কোন টাকা
পয়সা ধার দেয় না। কারণ, তারা জানে যে সে কখনাে টাকা-পয়সা ফেরত দেয় না। একজন
অসৎ লোক কখনো তার পরিবারের সদস্যদের দ্বারা সম্মানিত হয় না। সুতরাং, আমাদের
সবাইকে সমাজে শান্তিপূর্ণ এবং সম্মানজনক জীবন পরিচালনা করতে সৎ হওয়া উচিত।
9 comments