SkyIsTheLimit
Bookmark

জাতীয় মাছ অনুচ্ছেদ রচনা

বাংলাদেশ একটি নদীর দেশ। আমাদের নদীগুলো মাছে পরিপূর্ণ। ইলিশ মাছ তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ এই সুস্বাদু মাছের জন্য বিখ্যাত। এটি আমাদের জাতীয় মাছ। এটিকে মাছের রাজা বলা হয়। এটি সাধারণত সমুদ্রের লোনা পানিতে বাস করে। কিন্তু তাদের প্রধান প্রজনন মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর মাসে তারা ডিম পাড়তে মিষ্টি পানিতে আসে। একটি প্রাপ্ত বয়স্ক মাছ প্রতিবারে ৩-২০ লাখ পরিমাণ ডিম পারে। পূর্বে ব্যাপক পরিমাণ ইলিশ আমাদের দেশে পাওয়া যেত। কিন্তু এটি এখন হারিয়ে যাচ্ছে। জাটকা ধরা এর প্রধান কারণ। যদিও বাংলাদেশ সরকার কঠোরভাবে জাটকা ধরতে বারণ করে, তথাপি প্রতিদিন হাজার হাজার জাটকা ধরা হচ্ছে। যা-হােক, আমাদের অবশ্যই জাটকা ধরা বন্ধ করতে হবে। অন্যথায়, অদূর ভবিষ্যতে আমরা এই সম্পদ হারাবো। জাটকা ধরা বন্ধ করতে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ছাপা ও বৈদ্যুতিক মাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
5 comments

5 comments

  • Anonymous
    Anonymous
    24 September, 2023
    বাঘ ও রাখাল গল্পের অনুচ্ছেদটা দিলে উপকৃত হবো।
    Reply
  • Unknown
    Unknown
    24 May, 2021
    ভাইয়া জাতীয় মাছ রচনা টা দিলে উপকৃত হতাম ক্লাস ৪ এর জন্য ।
    Reply
  • Unknown
    Unknown
    31 August, 2020
    Thank you for this
    Reply
  • Sara Mehjabin
    Sara Mehjabin
    29 May, 2020
    It was good
    • Sara Mehjabin
      Masud Rana
      27 July, 2020
      Thank you dear!
    Reply