আমার জীবনের লক্ষ্য অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
একটি প্রবাদ আছে যে লক্ষ্যহীন একজন মানুষ ঠিক যেন হাল ছাড়া একটি নৌকা। সুতরাং,
প্রত্যেকেরই জীবনে একটি লক্ষ্য থাকা উচিত। কেউ ডাক্তার হতে চায়, কেউ প্রকৌশলী হতে
চায়, কেউ অভিনেতা হতে চায়। কিন্তু আমার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন
ডাক্তার হওয়া। কিছু কারণ রয়েছে যার জন্য আমি এ পরিকল্পনা গ্রহণ করেছি। এটি একটি
মহৎ পেশা। আমাদের জনসাধারণের ৮০% গ্রামে বাস করে। তারা বিভিন্ন ব্যধিতে ভােগে।
কিন্তু গ্রাম্য এলাকায় হাসপাতাল এবং ডাক্তার খুবই কম। সামান্য সংখ্যক হাতুড়ে ডাক্তার আছে কিন্তু তারা তাদের উপযুক্তরূপে সেবা দিতে পারে না। এসব কারণে গ্রামের মানুষকে
সেবা দিতে আমি ডাক্তার হতে চাই। এই পেশার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। এখন আমি একজন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি সব বিষয়ে ভালােভাবে প্রস্তুতি নিয়েছি। অতি উজ্জ্বল ফলাফলের সাথে এইচএসসি পাসের পর আমি একটি মেডেকেল
কলেজে ভর্তি হব। এমবিবিএস ডিগ্রি অর্জনের পরে আমি আমার আদর্শ গ্রামে ফিরে যাব
এবং আমার গ্রামের জনসাধারণকে সেবা দেব। আমার লক্ষ্যে পৌঁছতে আমার পিতামাতা সর্বদা আমাকে সহায়তা করেন। আমার কৃতিত্তে তারা খুব আত্মবিশ্বাসী। তাদের কর্তৃক আমি
সর্বদা অনুপ্রাণিত হই।
13 comments