SkyIsTheLimit
Bookmark

সমুদ্র সৈকত অনুচ্ছেদ রচনা

পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। প্রত্যেকেরই কক্সবাজার পরিদর্শন মেহ আছে। আমি আগে কখনো সমুদ্র দেখিনি। সুতরাং, সমুদ্র দেখার প্রতি আমার যথেষ্ট ঔৎসুক্য ছিল। গত শরৎকালের ছুটিতে কয়েকজন বন্ধুসহ আমি কক্সবাজার গিয়েছিলাম। ঢাকা থেকে আমরা একটি ভাড়া করা বাস যোগে সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে বিকালে পৌঁছলাম। সমুদ্র-সৈকতের নিকটে আমরা একটি হােটেলে আহার ও বাসস্থান খুঁজে পেলাম। পরবর্তী সকালে আমরা দ্রুত বিছানা থেকে উঠে পড়লাম এবং সমুদ্র সৈকতে চলে গেলাম। আমরা সূর্যোদয় উপভোগ করলাম। সমুদ্রের রং এর পুন:পুন পরিবর্তন দেখে আমরা বিস্মিত হয়েছিলাম। সেখানে অনেক পর্যটক ছিল যারা এদিক-সেদিক হাঁটছিল তাদের কয়েকজন সমুদ্রে গোসল করছিল। আমাদের কয়েকজন সমুদ্রে গোসল করেছিলাম। আমরা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করেছিলাম। সত্যিই এটি একটি অপূর্ব দৃশ্য ছিল। সবমিলে, কক্সবাজার পরিদর্শন আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment