SkyIsTheLimit
Bookmark

একটি বর্ষণমুখর দিন অনুচ্ছেদ রচনা


একটি বর্ষণমুখর দিন হচ্ছে এমন একটি দিন যখন সারাদিন ধরে বৃষ্টি হয়। এটি মুষলধারে অথবা আস্তে আস্তে হতে পারে। এটি নিষ্পভ/মেঘাচ্ছন্ন এবং বিষন্ন মনে হয়। আকাশ কালাে মেঘ দ্বারা আবৃত থাকে। আকাশে মেঘ এদিক-সেদিক উড়ে বেড়ায়। বেশির ভাগ সময় আকাশ স্পষ্টরূপে দেখা যায় না। মানুষ ছাতা ছাড়া বাইরে বের হতে পারে না। রাস্তায় পানি জমে যায়। গায়ের রাস্তাগুলাে কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে যায়। মাঝে মাঝে রাস্তাগুলাে পানির নিচে চলে যায়। ফলে, যানবাহনগুলাে রাস্তা দিয়ে চলতে পারে না। এটি অফিসগামী মানুষের জন্য ভােগান্তি বয়ে আনে। মাঝে মাঝে অফিসে পৌছতে দেরি হয়ে যায়। একটি বর্ষণমুখর দিন দরিদ্র মানুষের জন্য অভিশাপ। তারা জীবিকা উপার্জনের জন্য তাদের ঘর থেকে বের হতে পারে না। তাদেরকে অনাহারে থাকতে হয়। এটি স্কুলগামী শিক্ষার্থীদের। জন্যও ভােগান্তি বয়ে আনে। বৃষ্টির কারণে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। যদিও সামান্য সংখ্যক যায়, তারা পথে ভিজে যায়। ফলে, ক্লাসগুলাে অনুষ্ঠিত হয় না। সুতরাং, এটি তাদের কাছে একটি আনন্দের দিনে পরিণত হয়। বর্ষণমুখর দিন আমাদের। মনকে নাড়া দেয়। এটি আমাদের শৈশবকে মনে করিয়ে দেয়। মাঝে মাঝে আমরা আমাদের। শৈশবকে স্মরণ করে আবেগ প্রবণ হয়ে যাই।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Unknown
    Unknown
    17 August, 2020
    Borshon mukhor shondha anuched
    Reply
  • Unknown
    Unknown
    11 July, 2020
    Nice
    Reply