প্রিয় টিভি অনুষ্ঠান অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
টিভি দেখা বিনোদনের একটি বৃহৎ উৎস। আমি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখি।
সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠানগুলাে হচ্ছে সায়েন্স ফিকশন ডকুমেন্টারী, এনিমেশন-কার্টুন, খেলাধুলা ইত্যাদি।
টেলিভিশনে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান থাকে। এগুলো সাধারণত জ্ঞানের বিভিন্ন শাখা
প্রসারিত করে। সব অনুষ্ঠানের মধ্যে আমার প্রিয় টিভি অনুষ্ঠান হচ্ছে প্রাণীদের জীবনের
উপর প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানটির নাম হচ্ছে প্রাণী গ্রহ। এটি প্রতি শনিবার রাত ৯ টায়
বিটিভিতে সম্প্রচার করা হয়। প্রাণীরা হচ্ছে অনুষ্ঠানের প্রধান প্রদর্শক। শৈশব থেকে
প্রাণীদের সম্পর্কে জানার জন্য আমার বাসনা ছিল। এই অনুষ্ঠান থেকে প্রাণী জীবন সম্পর্কে
আমি অনেক কিছু জানতে পারি। এই কারণে, আমি এই অনুষ্ঠানটি সবচেয়ে বেশি পছন্দ
করি।
Post a Comment