বৃক্ষনিধন অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
বন উজারকরণ বলতে ব্যাপক হারে বৃক্ষ কর্তনকে বুঝায়। বর্তমানে এটি একটি বৈশিক সমস্যা। এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন উজারকরণের অনেক কারণ রয়েছে। জনসংখ্যা বিস্ফোরণ বন উজার করার প্রধান কারণ। মানুষ বিভিন্ন উদ্দেশে কাঠ ব্যবহার করে। বৃক্ষ কেটে বন ভূমিতে তারা তাদের ঘরবাড়ি নির্মাণ করে। ফলে, দ্রুত গাছপালা কেটে ফেলা হচ্ছে। মানুষ এবং প্রাণীর ওপর বন উজারকরণের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। বন উজাড়করণ বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে। একটি পরিবেশগত ভারসাম্য বাধাগ্রস্থ করে। এটি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বয়ে আনে। বন উজারকরণ প্রাণীকূলেরও ভীষণ ক্ষতি করে। বন উজার করার কারণে বেশির ভাগ প্রাণী তাদের বসবাসের স্থান হারিয়েছে। জলবায়ুর ওপর এটির অনেক ক্ষতি প্রভাব রয়েছে। বর্তমানে আমাদের জলবায়ুর আমূল পরিবর্তন হয়েছে। সমুদ্র উচ্চতা ভীতিকর মাত্রায় বাড়ছে। বন উজরুণা বন্ধে কর কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৃক্ষ নিধনের ক্ষতিন্ত্র পরিণতিগুলাে সম্পর্কে জনগনকে অবশ্যই সচেতন করতে হবে।
3 comments