SkyIsTheLimit
Bookmark

বাগান করা অনুচ্ছেদ রচনা

বিভিন্ন ধরনের সখ আছে এবং বাগান করা এগুলাের মধ্যে একটি। এটি একটি ভাল অবসর। এটি আমাদের মনকে সতেজ করে এবং আনন্দ দেয়। বিভিন্ন ধরনের বাগান করা যায়, যেমনঃ ফুল বাগান, সবজি বাগান, ফল বাগান এবং উদ্ভিদ বাগান ইত্যাদি। আমার প্রিয় সখ হলো বাগান করা। আমার পড়ার ঘরের পাশে এক টুকরা জমি আছে। সে জমিতে আমি একটি ফুলের বাগান করেছি। আমার বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে। এগুলাে হচ্ছে। গোলাপ, সূর্যমুখী, জবা, বেলি, জেসমিন, চেরি, হাসনাহেনা ইত্যাদি। বাগানের ফুলগুলো বিভিন্ন আকারের, রংয়ের এবং গন্ধের। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফোটে। বাগান করার সুবিধা অনেক। যখন কোন ব্যক্তি তার বাগানে বিভিন্ন প্রকার ফুল, সবজি এবং ফলমূল দেখে, তখন তার হৃদয় আনন্দে নেচে ওঠে। এটি তাকে তার দুঃখ কষ্ট ভুলে যেতে সাহায্য করে। এটি আমাদের দেহ এবং মনকে সুস্থ রাখে। এটি আমাদের একঘেয়েমিও দূর করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
5 comments

5 comments

  • Anonymous
    Anonymous
    14 March, 2023
    🙂👍
    • Anonymous
      Anonymous
      15 November, 2023
      Thanks for you
    Reply
  • Anonymous
    Anonymous
    10 February, 2023
    আমিও
    Reply
  • Unknown
    Unknown
    18 November, 2021
    সুন্দর মতো সাজিয়ে লেখতে পারেন্নাই
    • Unknown
      Unknown
      22 March, 2022
      Na
    Reply