গ্রাম্যমেলা অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
যে মেলা গ্রামে অনুষ্ঠিত হয় তাকে গ্রাম্যমেলা বলে। এটি গ্রাম্য জীবনের একটি ঐতিহ্যগত
উপলক্ষ। এটি বিনােদনের একটি চমৎকার উৎস। এটি উন্মুক্ত মাঠে অথবা বাজারে বসে।
এটি নদী অথবা খালের পাড়ে বসে। এটি বছরে সাধারণত একবার বসে। এটি সাধারণত
ধর্মীয় উৎসব উপলক্ষে অথবা বাংলা নববর্ষের দিনে বসে থাকে। এটি এক দিন অথবা এক
সপ্তাহ স্থায়ী হয়। খেলনা, কাঠের বাসনপত্র, মাটির পাত্র, ঝুড়ি, প্রসাধনী সামগ্রী প্রভৃতি
এখানে বিক্রি করা হয়। একটি গ্রাম্য মেলায় কিছু বিশেষ আকর্ষণ থাকে। সবচেয়ে আকর্ষণীয়
প্রকরণগুলাে হচ্ছে সার্কাস দল, যাত্রা দল, পুতুল নাচ, ম্যাজিক প্রদর্শনী প্রভৃতি। এগুলাে
ছেলে মেয়ে এবং বয়স্ক দের আনন্দ দিয়ে থাকে। গ্রাম্য মেলা থেকে ছেলে-মেয়েরা খেলনা,
ঘুড়ি, বাঁশি এবং মিষ্টান্ন কিনে। গ্রাম্যমেলার কিছু অসুবিধাও রয়েছে। মাঝে মাঝে জুয়ারীরা
জুয়া খেলে। এটা যুবকদের ক্ষতি সাধন করে। পকেটমারদের ভিড়ের মধ্যে সুযোগ নেয়।
কিছু অসুবিধা থাকা সত্ত্বেও, এর কিছু শিক্ষামূলক ও ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে। এটা
ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।
5 comments