২১ শে ফেব্রুয়ারি অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
মাতৃভাষা বলতে এমন একটি ভাষাকে বুঝায় যা একটি দেশের জনসাধারণ কর্তৃক তাদের। ধারণা, চিন্তা, অনুভূতি এবং আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ২১ শে ফেব্রুয়ারি হচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। আমাদের
মাতৃভাষা দিবসের গৌরবময় ঐতিহাসিক পটভূমি রয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকরা বাংলার পরিবর্তে আমাদের উপর উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের দেশের বীর সন্তান এটির প্রতিবাদ করেছে। শিক্ষার্থীরা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি একটি মিছিল বের করেছিল এবং পুলিশ মিছিলের উপর গুলি চালিয়েছিল এবং সালাম, জব্বার,
বরকত, রফিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিল। এ কারণে এই দিনটিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর আমরা দিবসটি গভীর শ্রদ্ধারসাথে
স্মরণ করি। এই দিনে প্রত্যেকে কালাে চিহ্নবিশেষ ধারণ করে এবং শহীদ মিনারে খালি
পায়ে হেঁটে যায়। তারা শহীদদের সম্মান প্রদর্শন করতে শহীদ মিনারের বেদীতে ফুল দিতে
সেখানে যায়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দল দিনটি উদযাপন করে।
দিনটি সরকারি ছুটির দিন। বাংলাদেশ বেতার এবং বিভিন্ন টিভি চ্যানেল এই উপলক্ষে
| বিশেষ অনুষ্ঠান প্রচার করে। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করেছিল। দিনটি বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুতুপর্ণ। এই দিনটির জন্য আমরা গর্বিত।
1 comment
মনহ
ননম
গহমকজ