গ্রাম্য বাজার পরিদর্শন অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
আমি ঢাকায় থাকি। আমার গ্রাম্য বাজার সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। গত বছর আমি আমার
গ্রামের বাড়িতে গিয়েছিলাম। কয়েক দিনের জন্য আমি সেখানে অবস্থান করেছিলাম। তখন আমি একটি গ্রাম্য বাজার পরিদর্শকের সুযোগ পেয়েছিলাম। আমার চাচা আমার সাথে
গিয়েছিল। আমরা সেখানে রিক্সা হেগে গিয়েছিলাম। বাজারে একটি উন্মুক্ত স্থানে
বসেছিল। অনেক লোক তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য সেখানে
একত্রিত হয়েছিল। আমি দেখেছিলাম যে, বাজারটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল।
এগুলাে হলাে উন্মুক্ত দোকান এবং স্থায়ী দোকান। দুধ, ফল, শাকসবজি, মাছ-প্রভৃতি উন্মুক্ত
দোকানগুলােতে বিক্রি করা হচ্ছিল। অন্যদিকে, কাপড়-চোপড়, জুতা, চাল, তেল, ডাল,
ময়দা-প্রভৃতি স্থায়ী দোকানগুলােতে বিক্রি করা হচ্ছিল। আমি কিছু ফল এবং টাটকা
শাকসবজি ক্রয় করেছিলাম। ছােটদের জন্য আমি কিছু মিষ্টি ক্রয় করেছিলাম। মানুষ কিছু
পণ্য নিয়ে দরকষাকষি করতেছিল। ফলে, বাজারটি শােরগােলপূর্ণ এবং জনাকীর্ণ ছিল। এটি।
আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। আমি সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেছিলাম। বিকাল ৫ টায় আমি ফিরে এসেছিলাম।
Post a Comment