SkyIsTheLimit
Bookmark

কিভাবে ইংরেজীতে ভালো করা যায় অনুচ্ছেদ রচনা

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। কেউ ভালভাবে ইংরেজি না জেনে জীবনে সফল হতে পারে না। ইংরেজি ভালভাবে জানা এখন সময়ের দাবি। ইংরেজি শেখার প্রয়ােজনীয়তা ভাষায় বর্ণনা করা যায় না। ভাল চাকরি পেতে ইংরেজি অত্যাবশ্যক। তাছাড়া, কোন দেশের সাথে ব্যবসায় পরিচালনা করতে ইংরেজি ভাষায় একমাত্র যোগাযোগের মাধ্যম। যা-হােক, এসব কারণে আমাদের অবশ্যই ভালভাবে ইংরেজি জানতে হবে। ভালভাবে ইংরেজি জানার অর্থ হচ্ছে ইংরেজি ভাষার কিছু মৌলিক দক্ষতা বাড়ানাে। এ দক্ষতাগুলাে হলােঃপড়া, লেখা, শােনা এবং বলা। এ দক্ষতাগুলাে বাড়াতে আমাদের শিখতে হবে শব্দভান্ডার, ব্যাকরণের মৌলিক নিয়ম-কানুন এবং বাক্য সাজানাে। আমরা জানি যে, অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে। এসব দক্ষতা বাড়াতে অনুশীলন অত্যাবশ্যক। পড়ার দক্ষতা বাড়াতে আমাদের। প্রয়ােজন ইংরেজি বই এবং সংবাদপত্র পড়ার অভ্যাস গঠন করা। লেখার দক্ষতা বাড়াতে আমাদের উচিত নিয়মিতরূপে লেখা। শােনার দক্ষতা বাড়াতে আমাদের উচিত বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান এবং সংবাদ শােনা। কথা বলার দক্ষতা বাড়াতে আমাদের উচিত প্রতিদিন ইংরেজিতে কথা বলা। এভাবে, আমরা ভালভাবে ইংরেজি শিখতে পারি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment