আমার প্রিয় ব্যাক্তিত্ব অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
আমার একজন প্রিয় ব্যক্তিত্ব রয়েছে। তিনি হচ্ছেন আমার চাচা। তিনি একজন স্কুল শিক্ষক।
তিনি অংকের শিক্ষক। আমি তার স্কুলের একজন ছাত্র ছিলাম। তার ব্যক্তিত্ব অনুসরণ করে
এখন আমি একজন পরিপক্ক মানুষ। কিছু কারণে তিনি আমার কাছে প্রিয়। দুই বছরের জন্য
আমি তার ক্লাসগুলােতে যােগদান করেছিলাম। তিনি ছাত্র-ছাত্রীদের কাছে খুবই জনপ্রিয়।
তার শেখার পদ্ধতি সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে
পারেন। তিনি খুবই সৎ এবং ধার্মিক। তিনি সর্বদা সত্য কথা বলেন। আমি তার সংস্পর্শে
থেকে যথেষ্ট উপকৃত হয়েছি। আমি সবসময় তাকে অনুসরণ করি। আমি সবসময় তার
মতাে সময়নিষ্ঠ, আন্তরিক, সৎ এবং সত্যবাদী হতে চেষ্টা করি। তিনি সবসময় আমাকে
অনুপ্রাণিত করেন। আমি মনে করি যে, আমি একজন আদর্শ শিক্ষক হতে পারব যদি আমি
তার ব্যক্তিত্ব অনুসরণ করতে পারি। তিনি শুধু আমার চাচাই নন বরং একজন বন্ধু, শিক্ষক এবং অভিভাবক ও। তার দীর্ঘ জীবনের জন্য আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি।
5 comments
Simple এর মধ্যে অসাধারণ গুছিয়ে লিখেছেন আপনি
আপনার এটা আমি এখন দেখে যাবো এবং আমি চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি সেখানে অর্ধবার্ষিক পরীক্ষা দেবো আপনার এই অনুচ্ছেদটি পড়ে
আশীর্বাদ করবেন যেন রেংকে থাকতে পারি
আমার অনেক কাজেও লেগেছে
ধন্যবাদ আপনাকে