আমার দাদী অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
দাদী হচ্ছে স্বর্গীয় উপহার। আমি আমার দাদীকে খুব ভালােবাসি। তার দৃঢ় ব্যক্তিত্ব আছে।
তিনি খুবই ধার্মিক। তার বয়স প্রায় ৬৫ বছর। তিনি খুব কর্তব্যপরায়ণ নারী। তিনি সর্বদা
গৃহস্থালির কাজ করেন। যখন আমরা যথেষ্ট অবসর সময় পাই, তখন আমরা তার কাছ।
থেকে রূপকথার এবং ভূতের গল্প শুনি। তিনি আমাকে এবং আমাদের পরিবারের অন্যান্য।
সদস্যদের দেখাশুনা করেন। এমনকি তিনি আমার শিক্ষার ব্যাপারে সচেতন। তিনি খুব
খুশি হন যদি আমি পরীক্ষায় ভালাে ফলাফল করি। তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েন যদি আমি
অসুস্থতায় পড়ি। তিনি হচ্ছেন আমার প্রথম শিক্ষক কারণ প্রথমে তিনিই আমাকে পড়া-লেখা
শিখিয়েছিলেন। তিনি সর্বদা একটি ইসলামী জীবন পরিচালনা করতে আমাদের উপদেশ
দেন। তিনি আমাদের কল্যাণের জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করেন। তিনি
আমাদেরকে সর্বদা সৎ, সত্যবাদী এবং সময়নিষ্ঠ হতে শিক্ষা দেন। তিনি বই এবং সংবাদপত্র
পড়া খুব পছন্দ করেন। তিনি আমাকেও বই এবং সংবাদপত্র পড়ার অভ্যাস করতে
উৎসাহিত করেন। এসব কারণে আমি তাকে খুব পছন্দ করি। আমি সত্যি তার জন্য গর্বিত।
আমি তাকে ব্যতীত একটি দিনও কাটানো কথা ভাবতে পারি না।
Post a Comment