প্রিয় কবি অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
আমাদের বাংলা সাহিত্য জগতে অনেক নামকরা কবি আছেন। তারা তাদের লেখার মধ্য
দিয়ে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। একজন কবি তার লেখার মাধ্যমে প্রিয় হয়ে
ওঠেন। সব কবি আমার প্রিয় নয়। কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তিনি বিদ্রোহী
কবি হিসেবে পরিচিত। তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে জন্মগ্রহন করেন।
অন্যান্য কবিদের মধ্যে কেবল তিনিই যে কোন ধরনের অন্যায়ের প্রতিবাদ করেছেন। এ কারণে নজরুল আমার প্রিয় কবি। অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, বাঁধন হারা, রিক্তের
বেদন, সাম্যবাদী প্রভৃতি তার বিখ্যাত সৃষ্টি। তার কবিতা এবং অন্যান্য লেখাগুলাে আমার
কাছে খুবই আবেদনময়ী। এগুলাে আমাকে আশা এবং সাহসের সাথে অনুপ্রাণিত করে।
নজরুল এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু ,তার কবিতা এবং অন্যান্য লেখাগুলাে সর্বদা
আমাদের অনুপ্রাণিত করে।
7 comments