SkyIsTheLimit
Bookmark

ঐতিহাসিক স্থান অনুচ্ছেদ রচনা

আমি সম্প্রতি একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছি। আমি ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেছি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। এটি একটি বড় এবং চমৎকার অট্টালিকা। মসজিদটিকে চমৎকারভাবে সজ্জিত করা হয়েছে। আমি সকাল আটটায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছিলাম। আমি সেখানে বাসযোগে গিয়েছিলাম। আমি সেখানে দুপুর দুইটায় গেলাম। আমার ঘনিষ্ঠ বন্ধু আজাদ আমার সাথে ছিল। পর্যটক এবং দর্শনার্থীদের কাছেই সজিদটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। এটি বাংলাদেশের জমকালো অট্টালিকা গুলোর মধ্যে অন্যতম। মসজিদটির কাছে একটি বড় দিঘি আছে। এই দিঘিকে ঘােড়া দিঘি বলা হয়। অব দিঘিটি পরিদর্শন করেছিলাম। আমি খান জাহান আলীর সমাজ কর্ম সম্পর্কে অনেক ইত্র জানতাম তিনি ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। মসজিদের হত্যবিষয়ক সৌন্দর্যে আমি সত্যিই অভিভূত হয়েছিলাম। আমি সেখানে চার ঘণ্টা করেছিলাম এবং যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলাম।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    03 November, 2021
    Valo🤨😏😏😕
    Reply