প্রিয় লেখক অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
যে লেখককে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৬১
সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ব কবি হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন
মহান দেশপ্রেমিক। সংকীর্ণ জাতীয়তাবাদকে তিনি ঘৃণা করেছিলেন। এই কারণে তিনি আমার কাছে অত্যন্ত প্রিয়। তিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছিলেন। তিনি বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বাংলার কবি থেকে রবীন্দ্রনাথ বিশ্বের কবি হয়েছিলেন।
প্রকৃতপক্ষে, তিনি ছিলেন এই উপমহাদেশের কণ্ঠস্বর। তিনি ছিলেন বহুমুখী প্রতিভাবান।
তিনি লিখেছেন কবিতা, উপন্যাস, ছােট গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদি। তাঁর উপন্যাসগুলাে
বাংলা সাহিত্যে একটি বড় পরিবর্তন এনেছে। নৌকাডুবি, ঘরে-বাইরে, শেষের কবিতা,
যােগাযােগ, চতুরঙ্গ প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তিনি কতগুলাে নাটকও লিখেছেন যেমন
চিরকুমার সভা, রক্ত করবী, রাজা ও রাণী, বিসর্জন প্রভৃতি। তিনি অনেক ছােট গল্পও
লিখেছেন।
2 comments