SkyIsTheLimit
Bookmark

চিড়িয়াখানা অনুচ্ছেদ রচনা

আমি যে চিড়িয়াখানা পরিদর্শন করেছিলাম তার নাম জাতীয় চিড়িয়াখানা। এটি মিরপুরে অবস্থিত। সব বয়সের মানুষের কাছেই চিড়িয়াখানা একটি মজার জায়গা। বিশেষ করে শিশু এবং কম বয়সীদের জন্য এটি একটি মনোমুগ্ধকর জায়গা। ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনের আমার প্রত্যাশা/বাসনা ছিল। সুতরাং, কয়েক দিন পূর্বে চিড়িয়াখানা পরিদর্শন করতে আমি একটি পরিকল্পনা করেছিলেন। নির্দিষ্ট দিনে, আমি আমার বন্ধুদের কয়েক জনের সাথে রিক্সা যােগে চিড়িয়াখানায় প্রবেশ গিয়েছিলাম। সেখানে পৌঁছানোর পরে, আমি পাঁচটি টিকেট সংগ্রহ করেছিলাম এবং চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম। আমি পাখি এবং প্রাণীদের বিশাল সগ্রহ দেখে বিস্মিত হয়েছিলাম। প্রথমে আমরা রয়েল বেঙ্গল টাইগার এর খাচার কাছে গেলাম। বাঘের ওদ্ধত এবং রাজকীয় হাঁটাচলা আমাদের সম্মোহিত করেছিল। তারপর আমরা বানরের খাঁচার কাছে গেলাম। তাদের অসুত আচরণ সবাইকে বিস্মিত করেছিল। একে একে আমরা সিংহ, হরিণ, জেব্রা, গাধা, ভল্লুক, সাপ, হাতি' প্রভৃতির খাঁচার কাছে গেলাম। আমরা ময়ুর, উটপাখি, ধনেশ এভৃতির খাঁচার কাছে গেলাম। আমি বিভিন্ন ধরনের পাখি এবং প্রাণীদের জীবন যাপনের ধরন এবং খাবারের অভ্যাস সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। আমি সেখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করেছিলাম। চিড়িয়াখানা পরিদর্শনের মাধ্যমে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম তা আমার হৃদয়ে চির সবুজ হয়ে থাকবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    04 March, 2024
    The zoo
    Reply