নারী-পুরুষ বৈষম্য অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
মানবাধিকার ভােগ করার ক্ষেত্রে পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্যই হল নারী-পুরুষ বৈষম্য।
বাংলাদেশেও এটির কিছুটা প্রচলন আছে। কন্যা শিশু এবং বৃদ্ধি
মহিলারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। এর পিছনে অনেক কারণ রয়েছে। সামাজিক
কুসংস্কার, নানা রকম প্রথা এবং সামাজিক কাঠামো লিঙ্গ বৈষম্যের প্রধান কারণ।
পিতা-মাতারা মেয়ে শিশুদের বােঝা হিসেবে মনে করে এবং তাদের থেকে যত তাড়াতাড়ি
সম্ভব মুক্তি পেতে চেষ্টা করে। তারা মনে করেন যে পুরুষরা পরিবারে অধিক অবদান রাখতে
পারে, যদিও কথাটা পুরোপুরি ভূল নয় তবুও একটি পরিবারে নারীদেরও যথেষ্ট অবদান রয়েছে। পুরুষ এবং নারীর যৌথ অবদানেই একটি সুন্দর পরিবার গড়ে উঠে। কিন্তু, এর অর্থ এই না যে কারো নারীবাদি হওয়া উচিত, যা অত্যান্ত ঘৃণিত একটি মানসিকতা। মেয়েদের এবং পরিবারের নারীদের দেহ-মনে এর কিছু দীর্ঘমেয়াদী নেতিবাচক
প্রভাব আছে। তারা ভাবতে পারে না যে তারা পরিপূর্ণ মানুষ। এই ভাবনার কারণে তারা
অপুষ্টি এবং নির্দয় আচরণ ভােগ করে। যা-হােক, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এই সমস্যার সমাধান করা যায়।
Post a Comment