SkyIsTheLimit
Bookmark

জাতীয় স্মৃতিসৌধ অনুচ্ছেদ রচনা

মুক্তিযুদ্ধের শহীদদের জন্য গড়ে তোলা জাতীয় স্মৃতিসৌধ জাতির সম্মানের প্রতীক। গত বিজয় দিবসে আমি জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম। এটি ঢাকার সাভারে অবস্থিত। গাড়ী যােগে আমি সেখানে গিয়েছিলাম। স্মৃতিস্তম্ভের ভিত্তির উপরে আমি কতগুলাে ফুল রেখেছিলাম। এটি সাতটি লম্বা কনক্রিটের টাওয়ারের একটি শ্রেণি। টাওয়ারের উচ্চতা ১৫০ ফুট, এটি ১৩০ ফুট চওড়া একটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। টাওয়ারের সামনে পানিপূর্ণ একটি জলাধার রয়েছে। আমি কতগুলাে ছবি তুলেছিলাম। আমি সেখানে কয়েক ঘন্টা কাটিয়েছিলাম। কমপ্লেক্স এর সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হলো শহীদ মুক্তিযোদ্ধাদের কতগুলাে কবর। শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করতে আমি নিরবে কবরের সামনে দাঁড়িয়ে ছিলাম।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment