গ্রামীণ ব্যাংক অনুচ্ছেদ রচনা
![Masud Rana Masud Rana](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi44ojHpS0n7un_fjKGa40ICYw2BLOOENJVI7gvMZZlL0B64SmUGPBPKCOzIGNB7mnp6LZEosQxFEboPuBcQ2lpwg6Qp5YxaTt4u1jR-jna16XagOjIbp0cGVTinmBwJY7kqDndQQ4MCwwbu9KIGY6rIzUr1910IucnNklljjdGBAlRUaU3FVttKKVWsRc/s80/w.png)
Masud Rana
... min to read
Listen
গ্রামীণ ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা দরিদ্র গ্রামীণ লােকদের জন্য কাজ করে। এটি
একটি ক্ষুদ্র-ঋণ সংস্থা। ডক্টর মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকটির প্রতিষ্ঠাতা। তিনি গরীব
জনসাধারণের জন্য কিছু করার চিন্তা করেছিলেন। প্রথমে ১৯৭৬ সালে চট্টগ্রামের জোরা
গ্রামে একটি গ্রামীণ ব্যাংকিং প্রকল্প শুরু করেছিলেন। এটি গ্রামীণ ব্যাংক নামে পরিচিত।
গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে দরিদ্রতা নির্মূল করা এবং বাংলাদেশের অর্থনৈতিক
অবস্থার উন্নতি করা। গ্রামীণ ব্যাংক সমাজের দরিদ্র শ্রেণির জন্য জামানত মুক্ত ঋণের প্রবর্তন করেছে। এটি এখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেবল দরিদ্র এবং ভূমিহীন জনসাধারণই
ঋণ পাওয়ার যােগ্য। ঋণ গ্রহণের কিছু নিয়ম-কানুন রয়েছে। ঋণদাতাগণ কর্তৃক ঋণের
টাকার সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেয়া হয়। যা-হােক, গ্রামীণ ব্যাংকের অর্জন অনেক।
এটি অনেক আন্তর্জাতিক পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেছে। ডক্টর মুহাম্মদ ইউনুস এবং
গ্রামীণ ব্যাংক দারিদ্র নিরসনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে যৌথভাবে
সম্মানসূচক নোবেল পুরস্কার লাভ করে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে
একটি বৈল্পবিক পরিবর্তন বয়ে এনেছে।
Post a Comment