SkyIsTheLimit
Bookmark

ঢাকা ভ্রমণ অনুচ্ছেদ রচনা

ঢাকা বাংলাদেশের রাজধানী। প্রত্যেকেরই ঢাকা দর্শনের মোহ আছে। আমি ঢাকা দর্শনের সুযোগের জন্য অপেক্ষা করেছিলাম। গত গ্রীষ্মের ছুটিতে আমি ঢাকা দর্শনের সুযােগ পেয়েছিলাম। আমি আমার মা-বাবার সাথে সেখানে গিয়েছিলাম। আমার চাচা সেখানে বিশ বছরেরও বেশি সময় ধরে বাস করছিলেন। তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং, পরিদর্শনের উদ্দেশ্য ছিল চাচার পরিবার এবং ঢাকা শহরটিকে দেখা। আমরা সেখানে বাস যােগে গিয়েছিলাম। আমি সেখানে মাত্র পাঁচ দিন অবস্থান করেছিলাম। ঢাকায় আমার সংক্ষিপ্ত অবস্থানে আমি একস্থানে থেকে অন্য স্থানে বাস, রিক্সা এবং ট্যাক্সিতে ঘুরে বেরিয়েছিলাম। আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখেছিলাম এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানে গিয়েছিলাম। আমি লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বড় কাটরা, ছোট কাটরা, পরিবিবির সমাধি, তারা মসজিদ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রভৃতি স্থান পরিদর্শন করেছিলাম। আমি শাহবাগে জাতীয় জাদুঘরে ও গিয়েছিলাম। আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও গিয়েছিলাম। সেখানে আমি বিভিন্ন ধরনের পশু-পাখি দেখেছিলাম। সব মিলে, ঢাকা শহর দেখে আমি মােহিত হয়েছিলাম। কিন্তু বিভিন্ন ধরনের দূষণ যেমন বায়ু, পানি এবং শব্দ দূষণ দেখে আমি উদ্বিগ্ন হয়েছিলাম। এসব দূষণ মানব অস্তিত্বের জন্য বিরাট হুমকি। যা-হােক, ঢাকা দর্শন থেকে আমি যথেষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছিলাম। ঐসব মুহুর্তগুলাে আমি কখনো ভুলব না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment