SkyIsTheLimit
Bookmark

কলেজে আমার প্রথম দিন অনুচ্ছেদ রচনা

প্রত্যেকের জীবনে কিছু ঘটনা এবং অভিজ্ঞতা থাকে। আমার জীবনেও কিছু ঘটনা এবং অভিজ্ঞতা রয়েছে। আমার জীবনের স্মরণীয় ঘটনা গুলোর মধ্যে কলেজে আমার প্রথম দিনা অন্যতম। ১০ জুলাই, ২০০৩ আমি মঠবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হতে গিয়েছিলাম। কলেজের আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ অট্টালিকা দেখে আমি অবাক হয়েছিলাম। প্রথমে আমি অত্যন্ত নিঃসঙ্গ অনুভব করলাম। আমি এদিক-সেদিক হাঁটতেছিলাম। তারপর আমার কয়েকৰ্জন বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম। আমরা পরস্পর কুশল বিনিময় করলাম। যখন ঘন্টা বাজল, আমরা শ্রেণিকক্ষে প্রবেশ করলাম। ঠিক এক মিনিট পর উত্তম পােশাক পরিহিত একজন অধ্যাপক শ্রেণিকক্ষে প্রবেশ করলেন। আমরা সবাই তাকে সম্মান প্রদর্শন করতে দাঁড়ালেন। তিনি ছিলেন আমাদের ইংরেজি শিক্ষক সোমনাথ মন্ডল। তিনি আমাদের নাম ডাকলেন তারপর তিনি তার বক্তব্য রাখলেন। তারপর একে একে আমরা বাংলা ও হিসাববিজ্ঞান ক্লাসে যােগদান করলাম। সত্যিই ক্লাসগুলাে খুব উপভােগ্য ছিল। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের বন্ধুসুলভ আচরণে আমি মুগ্ধ হয়েছিলাম। এই দিনটি আমি কখনও ভুলব না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment