SkyIsTheLimit
Bookmark

প্রিয় শিক্ষক অনুচ্ছেদ রচনা

শিক্ষকগণ হলেন জাতি গড়ার স্থাপতি। শিক্ষক হলেন দেশের সম্পদ। আমার ছাত্র জীবনে। আমি অনেক শিক্ষকের দেখা পেয়ে আসছি। তাদের সবার মধ্যে মুহাম্মাদ আহমেদ আমার প্রিয় শিক্ষক। তিনি ইংরেজিতে এম.এ। তিনি খুবই ভদ্র। তিনি খুবই সৎ, আন্তরিক এবং সময়নিষ্ঠ। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে গভীর জ্ঞান সমৃদ্ধ একজন পন্ডিত ব্যক্তি। তার । শিক্ষাদান পদ্ধতি খুব সহজ এবং আকর্ষণীয়। তার জোড়ালাে, পরিষ্কার এবং সুমিষ্ট কণ্ঠ। আছে। প্রতিদিন তিনি নতুন কায়দায় আমাদের পড়ান। তিনি যে কোন ব্যকরণগত সমস্যা সহজ করে দিতে পারেন। তিনি ভালভাবেই জানেন কীভাবে ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়াতে। হয়। তিনি খুবই সহযােগিতামূলক। তিনি ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। তিনি পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের যথেষ্ট সাহায্য করেন। তিনি তাদের জন্য কিছু অতিরিক্ত ক্লাস নেন। তাঁর কিছু বিশেষ গুণাবলী আছে যা আমাকে দারুণভাবে আকর্ষণ করে। তিনি খুবই ধার্মিক ব্যক্তি। সৎ এবং ধার্মিক হওয়ার জন্য তিনি সর্বদা আমাদের উপদেশ দেন। নতুন জিনিস শিখতে তিনি সর্বদা আমাদের উৎসাহিত করেন। তার মধ্যে এ ব্যতিক্রমধর্মী। গুণাবলী থাকার কারণে তিনি আমার প্রিয় শিক্ষক। আমি মনে করি যে তিনি একজন বাবা, ভাই এবং ঘনিষ্ঠ বন্ধু।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    11 January, 2023
    ভালো লাগছে
    Reply
  • Unknown
    Unknown
    15 December, 2020
    ভালো
    Reply