বনভোজন অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
গত শীতে আমাদের স্কুল বন্ধ ছিল। আমরা একটি বনভোজনের আয়োজন করেছিলাম ।
স্থানটি ছিল সােনারগাঁও। আমরা স্থানটি নির্বাচিত করেছিলাম কারণ এটি ঐতিহাসিক
আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এটি ঢাকা থেকে বিশ মাইল দূরে। আমি আমার বন্ধুদের
কয়েকজনের সাথে সেখানে গিয়েছিলাম। আমাদের ক্রীড়া শিক্ষক মিস্টার আহমেদ আমাদের
সাথে ছিলেন। আমরা একটি বাস ভাড়া করেছিলাম। বাসটি যথাসময়ে আমাদের স্কুল গেটে
এসেছিল। সকাল ৮টায় আমাদের বাসটি চলতে শুরু করল। সকাল ৯.৩০ এ আমরা
আমাদের গন্তব্যে পৌঁছলাম। প্রথমে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করলাম। আমরা
কোন রান্না করা খাবার আমাদের সাথে নিইনি। আমাদের বন্ধুদের দুইজন এবং মিস্টার
আহমেদ রান্নার আয়োজন করেছিল। আমার বন্ধু হাবিব এবং ইমরান ভালো গান গায়।
তারা গিটার এবং পিয়ানো বাজাতে পারেন। আমরা তাদের প্রদর্শনী উপভোগ করলাম।
আমার বন্ধুদের কয়েকজন বিভিন্ন ধরনের খেলায় অংশ নিচ্ছিল। দুপুর একটায়, দুপুরের
খাবার প্রস্তুত হল। এই সময়ের মধ্যে, আমরা খুব ক্ষুধার্ত হয়ে পড়লাম। আমরা আমাদের
দুপুরের খাবার শেষ করলাম। তারপর আমরা দর্শনীয় স্থানগুলো দেখতে বের হলাম। আমরা
সোনারগাঁও জাদুঘর পরিদর্শন করলাম। বিকাল ৫টায় আমরা আমাদের ফিরে আসার যাত্রা শুরু করলাম। আমরা বনভােজনটি খুব উপভােগ করেছিলাম।
6 comments