হোস্টেল জীবন অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
হােস্টেল হচ্ছে একটি আবাস যেখানে শিক্ষার্থীরা অথবা প্রশিক্ষণার্থীরা বাস করে। যদি
একজন শিক্ষার্থী অথবা প্রশিক্ষণার্থী সেখানে তার শিক্ষা সময়ে একটি নিদিষ্ট সময়ের জন্য।
বাস করে, তবে তাকে হোস্টেল জীবন বলে। আমি একজন প্রথম বর্ষের কলেজ শিক্ষার্থী।
আমি হোস্টেলে থাকি। আমার হোস্টেলের নাম ‘কবি জসিম উদ্দিন হোস্টেল। এটি
আমাদের কলেজের নিকটে অবস্থিত। এটি আমাদের কলেজের সবচেয়ে বিখ্যাত হোটেল।
আমার হােস্টেলের পরিবেশ খুবই মনােমুগ্ধকর। আমার হােস্টেলের সামনে একটি উন্মুক্ত
মাঠ রয়েছে। আমি আমার কয়েকজন বন্ধুর সাথে প্রত্যেক বিকালে সেখানে খেলি। আমার
হােস্টেল জীবন খুবই তৃপ্ত এবং উপভােগ্য। আমি সেখানে মনােযােগসহকারে পড়াশুনা
করতে পারি। আমার হোস্টেলের সব শিক্ষার্থী খুবই সহায়ক এবং বন্ধুসুলভ। তারা যে কোন
সমস্যায় আমাকে সহায়তা করতে প্রস্তুত। এখানে থেকে আমি বিভিন্ন ধরনের সংবাদপত্র
পড়ার সুযোগ পাই এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। হোস্টেলে বাস করে
আমি যথেষ্ট জ্ঞান এবং জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমি মনে করি
যে এগুলো সম্ভব হতো না যদি আমি হোস্টেলে বসবাস না করতাম। তাছাড়া, হােস্টেলে থেকে
আমি কিছু নিয়ম-কানুন অনুসরণ করার সুযােগ পাই। আমাকে খুব সকালে উঠতে হয়।
আমাকে দিনে আট ঘন্টার অধিক পড়াশুনা করতে হয়। আমি বিশ্বাস করি যে, এটি আমাকে
জীবনে সফলতা অর্জন করতে সহায়তা করবে। হােস্টেলে বসবাস করে আমি খুব তপ্ত।
অনুভব করি। আমি কখনাে আমার হােস্টেল জীবনের মধুর স্মৃতি এবং অভিজ্ঞতাগুলাে ভুলব না।
Post a Comment