SkyIsTheLimit
Bookmark

বন্ধুত্ব অনুচ্ছেদ রচনা

বন্ধুত্ব বলতে মানব সম্পর্ককে বুঝায়। একজন প্রকৃত বন্ধু একজন মানুষের জন্য আশীর্বাদ। তিনি সম্পদ। এটা বলা হয়ে থাকে যে, যে কমপক্ষে একজন ভালাে বন্ধু থেকে বঞ্চিত সে। এমন কিছু থেকে বঞ্চিত যা কোনভাবে প্রতিস্থাপন করা যায় না। বন্ধুত্ব ব্যতীত কারাে জীবন পরিপূর্ণ হতে পারে না। সুতরাং, জীবনে বন্ধুত্বের প্রয়োজনীয়তা অবর্ণনীয়। একজন প্রকৃত বন্ধু হচ্ছে সে, যে তার বন্ধুর আনন্দ এবং ভােগান্তিগুলাে ভাগ করে নিতে সবসময় প্রস্তুত। বিপদের সময় সে কখনো তার বন্ধুকে ত্যাগ করে না। অন্যদিকে, একজন সুসময়ের বন্ধু বিপদের সময় তার বন্ধুকে ত্যাগ করে। বন্ধুত্বকে চিরস্থায়ী মনে করা হয়। সুতরাং, একজন মানুষের অবশ্যই সহনশীল, সত্যবাদী, আন্তরিক এবং সৎ লোককে বন্ধু হিসেবে নির্বাচন করা। উচিত। যদি দুর্দশার সময়ে বন্ধু সাহায্য করতে এগিয়ে না আসে, তবে সে ভান্ত/প্রতারণামূলক বন্ধু। বন্ধুত্ব তৈরিতে আমাদের মনে রাখতে হবে যে, একজন মানুষের অবশ্যই বন্ধু হিসেবে একজন সত্যবাদী, সৎ, আন্তরিক, আত্মসর্গী ব্যক্তিকে খোজা উচিত। অন্যথায়, বন্ধুত্বের সম্পর্ক শত্রুতায় পরিণত হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    21 February, 2021
    Where is the points??
    Reply