গ্রাম্য ডাক্তার অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
গ্রাম্য ডাক্তার এমন একজন ব্যক্তি যিনি তার স্বল্প জ্ঞান দ্বারা গ্রামের জনসাধারণকে ঔষধ ও চিকিৎসা দিয়ে থাকেন। গ্রামবাসীদের কাছে তিনি খুব জনপ্রিয় এবং পরিচিত ব্যক্তি। যদিও
তিনি হাতুড়ে, তবুও তিনি গ্রামের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ভাল শিক্ষিত নন। তিনি
এসএসসি অথবা এইচএসসি পাস করে থাকতে পারেন। একজন যােগ্যতাসম্পন্ন ডাক্তারের
অধীনে অথবা ঔষধের দোকানে কাজ করার মাধ্যমে তিনি সাধারণত অভিজ্ঞতা অর্জন করে থাকেন। তিনি তার ঔষধের দোকানে মূল্যবান ঔষধ রাখেন না। তিনি কিছু সাধারণ এবং
প্রয়োজনীয় ঔষধ রাখেন। তার কক্ষ সাধারণত বাজারে দেখা যায়। কয়েকটি চেয়ার, একটি
টেবিল, একটি আলমারি এবং কয়েকটি বেঞ্চ তার কক্ষে দেখা যায়। তিনি খুবই কর্মঠ,
সময়নিষ্ঠ এবং কর্তব্যপরায়ণ। তিনি খুব সকালে উঠে। সচরাচর খুব সকালে তিনি তার ঔষধের দোকান খোলেন এবং রোগীর সাথে সাক্ষাৎ করতে রু করেন। রােগীদের
আরােগ্য করতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু তাদের কাছ থেকে সামান্য ফি গ্রহণ করেন। তিনি খুব সরল জীবন পরিচালনা করেন। একজন গ্রাম্য ডাক্তার গ্রামবাসীদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ যখনই তারা তাকে ডাকে তখনই তারা তাকে পায়। প্রকৃতপক্ষে, তিনি গ্রামবাসীদের সর্বোত্তম বন্ধু।
Post a Comment