শীতের সকাল অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
বাংলাদেশে ছয়টি ঋতু আছে। শীতকাল এগুলাের মধ্যে অন্যতম। এটি ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন। সর্বত্র ঘন কুয়াশা পড়ে এবং সব কিছু অস্পষ্ট দেখায়। গরীব লােকেরা শীতকালে খুব অসুখী বােধ করে। কাজের সন্ধানে তখন তাদেরকে বাড়ি থেকে বের হতে হয়। যেহেতু তাদের গরম কাপড় পড়ার সামর্থ্য নেই, সেহেতু তাদের তীব্র শীত ভােগ করতে হয়। কিছু লােক গরম কাপড় পরিধান করে। কিছু লােক আগুন দ্বারা নিজেদেরকে গরম করে। কিছু লােক রােদ পােহায়। এভাবে তারা তাদের উষ্ণ রাখে। শীতের সকালে আমরা বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারি। এ সময় আমরা সাধারণত পিঠা, কেক, পায়েস এভৃতি খাই। আমি শীতের সকাল খুবই পছন্দ করি। এর পেছনে কতগুলাে কারণ রয়েছে। শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস সংগ্রহ করা খুবই মজাদার। শীতের সকালে বিভিন্ন । সুস্বাদু খাবার উপভােগ করা যায়। তাছাড়া শীতের সকালে বেশির ভাগ লােক বিছানা ছেড়ে ওঠে না। ফলে রাস্তাঘাট শূন্য থাকে। এটা আমার কাছে খুব উপভােগ্য মনে হয় । যখন সূর্য ওঠে তখন কুয়াশা অদৃশ্য হতে শুরু করে । এটাও আমার কাছে চমৎকার লাগে। শীতের সকালের প্রকৃতি সত্যিই সৃষ্টিকর্তার এক মহা উপহার।
19 comments
Jai hok thanks ❤️🥰
পিঠা,কেক,পায়েস এভৃতি খাই। এখানে প্রভৃতি হবে।
ধন্যবাদ