আমার পরিবার অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
আধুনিক যুগে পরিবার অর্থনৈতিক এবং কল্যাণময়ী প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ স্থান
পালন করে। মানুষ সামাজিক জীব। তাই সে অন্যের সাথে সঙ্গী হয়ে বাস করতে চায়।
আমি ছােট পরিবারের একজন সদস্য। আমাদের পরিবার পাঁচজন সদস্যের সময়ে পিঠত।
আমার বাবা ব্যাংকে চাকরি করেন। আমার মা একজন নিবেদিত প্রাণ গৃহিণী। তিনি খুবই
ধার্মিক। তিনি সযত্নে আমাদের পরিবার দেখাশোনা করেন। আমি ঢাকা কলেজের প্রথম
বর্ষের ছাত্র। আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। আমার ছােট বােন
পঞ্চম শ্রেণিতে পড়ে। সেও খুব মেধাবী ছাত্রী। আমার বাবা-মা খুব বন্ধুভাবাপন্ন। আমরা গল্প।
করে, খেলাধুলা করে এবং হাসাহাসি করে আমাদের সময় কাটাই। আমার কাছে মনে হয়।
আমাদের পরিবার ঠিক যেন স্বর্গ। এমন একটি পরিবারে বসবাস করে আমি সত্যিই গর্বিত।
1 comment