সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
সাধারণত সড়ক/রাস্তা যে দুখটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে। এটি বাস, ট্রাক, রিক্সা, বেবি-টাক্সি প্রভৃতির মাধ্যমে ঘটে থাকে। এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সড়ক দুর্ঘটনার কারণে
শতশত মানুষ প্রতিবছর মারা যাচ্ছে। নগর এলাকায়ই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। সড়ক
ঘটনার অনেক কারণ রয়েছে। চালকদের বেপরােয়া গাড়ি চালানােই এর প্রধান কারণ।
জনসাধারণের অসচেতনতাও সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী। বেশির ভাগ চালক ট্রাফিক নিয়ম-কানুন জানতে ইচ্ছুক নয়। অন্যদিকে, পথচারিরা অতি ব্যস্ত। তারা সাধারণত উড়াল
সেতু এবং মাটির নিচের পথ ব্যবহার করে না। ফলে, প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে। যা হোক, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এ সমস্যার সমাধান করতে হবে। ট্রাফিক আইনের প্রভাব গাঢ় ভাবে আরোপ করতে হবে। পথচারী এবং চালককে সচেতন করতে হবে। রেডিও এবং টেলিভিশন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।
2 comments