রিক্সা চালক অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
রিক্সা চালক হচ্ছে এমন একজন ব্যক্তি যে অর্থের জন্য রিক্সা চালায়। সে আমাদের দেশে খুব পরিচিত ব্যক্তি। সে খুব দরিদ্র। তার আয় খুব সীমিত। সাধারণত তার নিজর কোন রিক্সা নেই। সে এটি ভাড়া করে। একদিনের জন্য তাকে ৪০ থেকে ৫০ টাকা প্রদান করতে হয়।
সে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা উপার্জন করে। খারাপ আবহাওয়ায় সে
অপেক্ষাকৃত বেশি টাকা দাবি করে। বেশির ভাগ সময় সে যাত্রীদের সাথে দরকষাকষি করে।
যেহেতু একজন রিক্সা চালক অল্প পরিমান আয় করে, সেহেতু সে অপেক্ষাকৃত ভাল জায়গায় বসবাস করতে পারে না। সে সাধারণত বস্তিতে বাস করে। সে খুব দুর্বিষহ জীবন যাপন করে। তার জীবন দুঃখ-কষ্টে পরিপূর্ণ।
Post a Comment