বই মেলা অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয়। বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবছর বিভিন্ন স্থানে অসংখ্য বইমেলার আয়ােজন করা হয়। একুশে বইমেলা হচ্ছে আমাদের দেশের প্রধান বইমেলা। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটি বাংলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। বইমেলা এখন প্রত্যেক শহর ও নগরেও অনুষ্ঠিত হয়। একটি বইমেলা এক সপ্তাহ এমনকি এক মাসের জন্যও স্থায়ী হতে পারে। শত শত প্রকাশকরা এতে অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন ধরনের বই বিক্রি করা হয়। নাটক, রূপকথার, গল্প, উপন্যাস প্রভৃতির বই এখানে বিক্রি করা হয়। দোকানগুলো সুন্দরভাবে সাজানাে হয়। প্রচুর ছেলে-মেয়ে, পুরুষ এবং নারী ক্রেতারা বইমেলায় ভীড় করে। প্রধানত সন্ধ্যা বেলায় বইমেলা জনাকীর্ণ হয়। বইমেলা থেকে যে কেউ তার পছন্দসই বই সস্তায় কিনতে পারে। যা-হােক, বইমেলা জ্ঞান এবং আনন্দের উৎস। এটি আমাদের মন প্রসারিত করে। এটি আমাদের জাতীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
8 comments