রেলওয়ে কুলি আমাদের দেশে খুব পরিচিত ব্যক্তি। সে রেলওয়ে স্টেশনে মালামাল বহন করে। সে দরিদ্র এবং কঠোর পরিশ্রমী। সে সারা দিন কঠোর পরিশ্রম করে। একজন
রেলওয়ে কুলিকে রেলওয়ে স্টেশনেই দেখা যায়। যখন ট্রেন আসে, তখন সে খুব ব্যস্ত হয়ে
পড়ে। সে সচরাচর একটি পােশাক পরিধান করে । তার পােশাক নীল। তাকে খুব শক্তিশালী
দেখায়। সে ভারী বােঝা বহন করতে সক্ষম। সে খুব চালাকও। সে খুব সহজেই যাত্রীদের
ঠকাতে পারে। যখন কোন যাত্রী সমস্যায় পড়ে, তখন সে সুযোগ নিতে চেষ্টা করে। যেহেতু একজন রেলওয়ে কুলি অল্প পরিমান আয় করে, সেহেতু সে অপেক্ষাকৃত ভাল জায়গায় বসবাস করতে পারে না। সে সাধারণত বস্তিতে বাস করে। সে খুব দুর্বিষহ জীবন যাপন করে। তার জীবন দুঃখ-কষ্টে পরিপূর্ণ।
আরোঃ
একজন রেলওয়ে কুলি হচ্ছে সেই ব্যক্তি যে রেলওয়ে স্টেশনে তার জীবিকার জন্য মালামাল বহন করে। রেলওয়ে স্টেশনে সে খুবই পরিচিত ব্যক্তি। তাকে ময়লায় রঞ্জিত দেখায়। সে
খুবই শক্তিশালী এবং স্বাস্থ্যবান। সে ভারি বােঝা বহন করতে সক্ষম। সে তার কাধে
পিতলের ফলক পরিধান করে যা রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়। সে নীল জামা পরিধান করে এবং তার মাতায় পাগড়ি ব্যবহার করে। সে যাত্রীদের মালপত্র বহন করে। সে
ট্রেন পৌছার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। একজন রেলওয়ে কুলি খুব চালাক। যখন একজন যাত্রী সমস্যায় পড়ে এবং তার ভারী মালপত্র নিয়ে অসহায় হয়ে পড়ে, তখন একজন কুলি বেশি ভাড়া দাবি করে। সে তার ভাড়ার জন্য যাত্রীদের
সাথে দরকষাকষি করতে পছন্দ করে। সে দিন এনে দিন খায়। যদিও সে কঠোর পরিশ্রম
করে, তবু তার আয় খুবই কম।
রেলওয়ে কুলি অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
1 comment