SkyIsTheLimit
Bookmark

বিশ্বায়ন অনুচ্ছেদ রচনা

বর্তমান বিশ্বে বিশ্বায়ন একটি গুঞ্জনধ্বনিতে পরিণত হয়েছে। এটি হচ্ছে সীমানাহীন বাজার সৃষ্টি করে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের একটি প্রক্রিয়া। বিশ্বায়নের অনেক সুবিধা। রয়েছে। পৃথিবী ছােট হয়ে এসেছে। এখন আমরা মুহুর্তের মধ্যে জানতে পারি পৃথিবীর দূরপ্রান্তে কি ঘটছে এবং সম্ভাব্য কম সময়ের মধ্যে যে কোন দেশ ভ্রমণ করতে পারি। পৃথিবীর দেশগুলাে হচ্ছে একটি গ্রামের পরিবারগুলাের মত। পৃথিবীর মানুষ সহজেই তাদের আনন্দ, বেদনা এবং আবেগ একে অন্যের সাথে বিনিময় করতে পারে। এভাবে আমরা দূরত্ব এবং সময় জয় করেছি। যদি একটি দেশ বিপদে পড়ে, তবে অন্যরা তাৎক্ষণিকভাবে এর সহায়তায় এগিয়ে আসতে পারে। যা-হােক, বিশ্বায়নের কিছু অপকারিতাও রয়েছে। বিশ্বায়নের নামে পুঁজিবাদী দেশগুলো দরিদ্র দেশগুলোকে শোষণ করার মাধ্যম অধিকতর বেশি সুযােগ-সুবিধা উপভােগ করছে। এটি আমাদের নিজস্ব সংস্কৃতিকেও প্রভাবিত করে। স্যাটেলাইট চ্যানেলগুলো দেখার মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতি দিন দিন পাশ্চাত্য সংস্কৃতিতে রূপ নিচ্ছে। যা-হােক, বিশ্বায়নের মাধ্যমে পরস্পরকে বুঝতে পারা এবং সহযোগিতার একটি পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের পৃথিবীকে অধিকতর সুন্দর স্থানে পরিণত করতে পারি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment